Logo
Logo
×

বিনোদন

রায়না-রণবীর দ্বন্দ্বে যার পক্ষ নিলেন র‌্যাপার বাদশাহ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৪ পিএম

রায়না-রণবীর দ্বন্দ্বে যার পক্ষ নিলেন র‌্যাপার বাদশাহ

ছবি: সংগৃহীত

গুজরাটের বডোদরায় পারুল বিশ্ববিদ্যালয়ে গত শনিবার অনুষ্ঠান করতে গিয়েছিলেন সংগীতশিল্পী বাদশাহ। র‌্যাপারের গানে মেতে উঠেছিলেন উন্মত্ত পড়ুয়ারা। মঞ্চে গান গাইতে গাইতেই হঠাৎ তিনি সময় রায়নার হয়ে সুর তোলেন। বাদশাহ বলে ওঠেন— রায়নাকে মুক্তি দাও। 

র‌্যাপারের কথায় সমবেত কণ্ঠে সম্মতি জানান উপস্থিত শ্রোতা-দর্শকরা। তবে এর বেশি কিছু বিশদে জানাননি বাদশাহ। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে ভিডিওটি। যদিও রায়নাকে নিয়ে সরব হলেও রণবীর ইলাহাবাদিয়াকে নিয়ে কোনো মন্তব্যই করেননি র‌্যাপার।

প্রসঙ্গত, ‘ইন্ডিয়া’জ গট ল্যাটেন্ট’ নামের সেই অনুষ্ঠানে রণবীর এক প্রতিযোগীকে বলে বসেন— বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও একবার যোগ দিয়ে তাদের সঙ্গম স্থায়ীভাবে বন্ধ করতে উদ্যত হবে? এ মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত। মন্তব্যের জন্য সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়েছেন তিনি। কোনো যুক্তি না দিয়েই তিনি স্পষ্ট জানান, তিনি ‘কমেডি’ সম্পর্কে কিছু বোঝেন না। তাই এমন মন্তব্য করে ফেলেছেন। যদিও তারপরও একের পর এক হুমকি পাচ্ছেন তিনি।

নিন্দুকদের দাবি— গোড়াতেই রয়েছে গলদ। এই অনুষ্ঠানে নাকি প্রায়ই মশকরা করতে অপশব্দের ব্যবহার করা হয়। এ ঘটনার পর রণবীর ও সময়— দুজনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে। দুজনের দিকেই ধেয়ে এসেছে কটাক্ষ। রায়না তার ইউটিউব থেকে মুছে দিয়েছেন ‘ইন্ডিয়া’জ গট ল্যাটেন্ট’-এর সব ভিডিও। এমন পরিস্থিতিতে রায়নার হয়ে সরব হলেন র‌্যাপার বাদশাহ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম