Logo
Logo
×

বিনোদন

তাহলে কি সুস্মিতা সেনকে ভুলে গেলেন মোদি?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ পিএম

তাহলে কি সুস্মিতা সেনকে ভুলে গেলেন মোদি?

২০২২ সালে আইপিএলে ললিত মোদি ও সুস্মিতা সেনকে বেশ আলোচনা সমালোচনায় মেতেছিলেন নেটিজেনরা। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বুক চাপড়ে বলেছিলেন, ‘সুস্মিতা সেনের সঙ্গে প্রেম করছি। বিয়েটাও একদিন হয়ে যাবে’। 

এমন ঘোষণায় অভিনেত্রীর ভক্তরা বেশ হতাশ হয়েছিলেন। সুস্মিতাকে ‘গোল্ড ডিগার’ বলেও কম কটাক্ষ শুনতে হয়নি। ‘আমার অর্ধাঙ্গিনী’ বলে সম্বোধন করা সুস্মিতা সেনের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন ললিত মোদি। সাম্প্রতিক সময়ে রহস্যময়ী নারীতে মজেছেন তিনি। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে ভালোবাসা দিবসে মোদির পোস্টে সুস্মিতাকে খুঁজছেন নেটিজেনরা। এ নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। 

ললিত মোদির পোস্টে এক রহস্যময়ী সুন্দরীকে দেখা গেছে, ললিতের সঙ্গে ওই নারীর ২৫ বছরের বন্ধুত্ব রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। 

ক্যাপশনে জুড়ে দিয়েছেন- ‘মানুষ একবার ভাগ্যবান হয়। কিন্তু আমি দুবার হয়েছি। যখন ২৫ বছরের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হল। আশা করি তোমাদের সকলের জন্যও তাই হবে। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে’। 

তবে মোদির পোস্টে ওই নারীর কোনও পরিচয় দেননি। এ নিয়ে নেটিজেনরা  প্রশ্ন তুলেছেন- ‘এত তাড়াতাড়ি সুস্মিতা সেনকে ভুলে গেলেন?’ 

অনেকে আবার ললিত মোদির নতুন প্রেমিকার সঙ্গে সুস্মিতার তুলনা টেনে বিশ্বসুন্দরীকে এগিয়ে রাখলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম