Logo
Logo
×

বিনোদন

ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পরীমনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫ এএম

ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পরীমনি

ছবি: সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী পরীমনি মানেই আলোচনা-সমালোচনা আর শিরোনামের এক অংশীদার। অভিনেত্রী সামাজিক মাধ্যমে সবসময়ই আছে। এর মধ্যেই ভালোবাসা দিবসের ঠিক পর দিন গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে ভক্তদের চমকে দিলেন তিনি। 

গতকাল ঠিক এমনই লাভ ইমোজি দিয়ে একটি ঘোষণা দিলেন পরীমনি— ‘আজ রাত ১০টায় আপনাদের সাথে আমার ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দেব, ❤️আসছি❤️’। 

এ ঘোষণার পর রাত ১০ টায় লাইভে এসে ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন পরীমনি। সেই ভ্যালেন্টাইন অবশ্য কোনো ব্যক্তি নন। তারা সেই ভ্যালেন্টাইন একটি অনলাইন কেনাকাটার শপ। যেখানে মূলত, বাচ্চা ও মায়েদের পোশাক পাওয়া যায়।

সে ঘোষণা হোক ব্যক্তিগত জীবন কিংবা সিনেমার পর্দার গল্প। সে কারণেই তিনি পরীমনি। যাকে নিয়েই অনুরাগীদের এত ভালোলাগা আর মাতামাতি। 

পরীমনি আরও একটি স্ট্যাটাস দিয়ে বলেছেন, শোনো সরল অবুঝ প্রাণ, রাতের রাস্তায় নিয়ন আলোর ছায়ার নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটি হোক— শাহরুখ খান কিংবা স্বয়ং বিল গেটস। সবাই তার প্রাণের মানুষটিকে তার নিজের নাম ছাড়িয়েই দেখতে চায় পৃথিবীতে। 

তিনি বলেন, পৃথিবীর সবাই চায় তার নিজ কাজ সবাইকে ছাড়িয়ে তার নাম হোক। কিন্তু সেটা কখনো রিভেঞ্জ ওয়ে তে নয়! অন্তত যাকে তুমি ভালোবাসো নিজের বলে জানো। ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে নেই। তাকে সঙ্গে নিয়েও দুনিয়া জয় করা যায়...।

অভিনেত্রী ব্যক্তিজীবনে একাধিকবার প্রেমে পড়েছেন। বিয়েও করেছেন একের অধিক। তবে সংসারে থিতু হতে পারেননি তিনি। বর্তমানে দুই সন্তান নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই কাটছে এ নায়িকার সময়। 

অভিনেত্রীর এই স্ট্যাটাস দেখে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এক নেটিজেন লিখেছেন— নতুন করে প্রেমে পড়েছেন পরী। প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি। আরেক নেটিজেন লিখেছেন— এটা হয়তো অভিনেত্রীর নতুন কোনো সিনেমা কিংবা বিজ্ঞাপনের প্রচার কৌশল। 

উল্লেখ্য, সম্প্রতি নিরবের ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী পরীমনি। প্রথমবারের মতো রুপালি পর্দা জুটি বাঁধছেন এ দুই তারকা। গত মাসে ‘গোলাপ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ পেয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম