Logo
Logo
×

বিনোদন

শিল্পী হিসেবে বিজেপিতে বাধা পাওয়ার অভিযোগ বাবুল সুপ্রিয়ের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৭ পিএম

শিল্পী হিসেবে বিজেপিতে বাধা পাওয়ার অভিযোগ বাবুল সুপ্রিয়ের

ছবি: সংগৃহীত

অভিনেতা হিসেবে পরিচিতি পাওয়া বাবুল সুপ্রিয় এখন পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে রাজনীতিতে নাম লেখালেও অভিনয় ও সঙ্গীতাঙ্গণে ভূমিকা রেখে চলেছেন তিনি। তবে প্রশ্নটা থেকেই যায়, কীভাবে সামালদেন এত কিছু। শিল্পী হিসেবে কখনও কি বাধার মুখে পড়তে হয়?

বর্তমানে তৃণমূলে স্বাধীনভাবে কাজ করতে পারলেও বিজেপিতে অনেক বাধার মুখে পড়তে হয়েছে বলেও জানান বাবুল। এক সাক্ষাৎকারে বাবুল বলেন, ‘এটা তো বুঝতে পারিনি যে বিদেশে আমার শো বন্ধ হয়ে যাবে! অভিনয় এবং গানের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শুরুতে যে সহযোগিতা করেছিলেন, পরে তা-ই তার বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে, সেটাও বুঝতে পারিনি।’

বর্তমানে রাজ্যের শাসকদলের সদস্য বাবুল। এখনও কোনো সমস্যায় পড়তে হয় কিনা প্রশ্নে বাবুল বলেন, ‘মাননীয়া দিদি আমাকে কোনও দিন এ রকম কিছু বলেননি। গান বা অভিনয়, যেটাই করতে চাই মন দিয়ে করতে বলেছেন। এটা আমাকে আমার কাজটা আরও ভাল ভাবে করতে অনুপ্রাণিত করে।’

রাজনীতিবিদ হলেও নিজের কাজে কোনও রকম খুঁত রাখেন না বাবুল। বলেন, ‘আমি যদি তিন দিন অফিস করতাম, তার পর দু’দিন ছুটি নিয়ে অভিনয় করতাম, তা হলে নিশ্চয়ই প্রশ্ন উঠত।’ অভিনয়, রাজনীতি গান ও পরিবার; কিভাবে সময় ম্যানেজ করেন বাবুল- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২৪ ঘণ্টা অনেকটা সময়। সারাক্ষণ সোশ্যাল মিডিয়া এবং ফালতু কাজ না করলে ঠিকই সময় বার করে নেওয়া যায়।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম