Logo
Logo
×

বিনোদন

ব্যক্তিগত সহকারী খুঁজতে গিয়ে বিব্রত প্রকাশ পিয়ার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৭ পিএম

ব্যক্তিগত সহকারী খুঁজতে গিয়ে বিব্রত প্রকাশ পিয়ার

বিনোদন জগতের বাইরেও কমবেশি প্রায় সব তারকারই দুয়েকজন করে সহকারীর প্রয়োজন পড়ে। এবার নিজের জন্য ব্যক্তিগত সহকারী খুঁজছেন বর্তমান সময়ের মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। শুধু তাই নয়, বিনোদন জগতের পাশাপাশি আইন পেশাতেও নিযুক্ত অভিনেত্রী। বর্তমানে তিনি সুপ্রিমকোর্টের আইনজীবী।

সম্প্রতি সামাজিকমাধ্যমে নিজের জন্য ব্যক্তিগত সহকারী চেয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন পিয়া। সেখানে নিজের প্রত্যাশা কেমন ও আবেনকারীর যোগ্যতা কেমন হবে, সেই সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি।

পোস্টের নিচে পিয়া লিখেছেন— আমি একজন অত্যন্ত উৎসাহী ব্যক্তিকে ব্যক্তিগত সহকারী হিসেবে যোগদানের জন্য খুঁজছি। যিনি আমার সঙ্গে অফিসে ও বাইরে— উভয় দিকেই কাজে সহযোগিতা করতে আগ্রহী থাকবেন। তবে আপনাকে অবশ্যই নমনীয় হতে হবে এবং কাজ সম্পর্কিত আমার সঙ্গে ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। সেখানে নিজের ই-মেইল অ্যাড্রেসটিও যোগ করে দেন পিয়া। আর সেখানে আবেদন করতে থাকেন আগ্রহীরা।

এ বিষয়টি নিয়ে একপর্যায়ে খানিকটা বিব্রতবোধ প্রকাশ করেন অভিনেত্রী। কারণ সেই পোস্টে চাকরিপ্রত্যাশীদের আগ্রহ ছিল তুলনামূলক বেশি। পিয়ার দাবি— অনেকে বেশিই উৎসাহ প্রকাশ করেছেন, যা অপ্রয়োজনীয়। তাদের উদ্দেশ্যে বিনীত অনুরোধও রাখেন এ আইনজীবী।

পিয়া মন্তব্য ঘরে লিখেছেন—অনুগ্রহ করে আপনার কাজের বিবরণটি বুঝুন। আপনি যদি ঢাকা কিংবা দেশের বাইরে থাকেন, তাহলে আবেদন পাঠাবেন না। তিনি বলেন, ১৫ মিনিটে ১০০ আবেদন পেয়েছি। দয়া করে আপনার ও আমার— উভয়েরই সময় নষ্ট করবেন না।

অনুরাগীদের কাছে পিয়া জান্নাতুল নামেই বেশি পরিচিত তিনি। ১৬ বছর বয়স থেকেই যুক্ত মডেলিংয়ে। বলে রাখা ভালো— বছরখানেক আগে এক মুচকি হাসিতে নেটিজেনদের নজর কেড়েছিলেন পিয়া জান্নাতুল। তখন থেকে রাতারাতি ন্যাশনাল হিরো হয়ে ওঠেন পিয়া। মূলত ভাইরাল সেই ভিডিওতে মুখ ঢেকে খানিক লাজুক অবস্থায় পিয়াকে হাসতে দেখা যায়। এ সময় তার পরনে ছিল না তেমন কোনো আকর্ষণীয় পোশাক; ছিলেন তার দাপ্তরিক পোশাক— কালো গাউনেই। 

ভিডিওটি ভাইরালের সময়ও অনেকে জানতেনও না, মুচকি হাসিতে হৃদয় কাবু করে দেওয়া এই নারী একজন মডেল। যিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম