Logo
Logo
×

বিনোদন

বদলেছে বায়োপিক: সৌরভের ভূমিকায় রাজকুমার, ডোনার চরিত্রে তৃপ্তি দিমরি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৯ পিএম

বদলেছে বায়োপিক: সৌরভের ভূমিকায় রাজকুমার, ডোনার চরিত্রে তৃপ্তি দিমরি

এবার সত্যি সত্যিই শুটিং ফ্লোরে যাচ্ছে ভারতের সাবেক জাতীয় দলের ক্রিকেটার অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে টালিপাড়ায়। সব ঠিক থাকলে জুলাই মাসে শুরু হতে পারে শুটিং। ইতোমধ্যে আরও একবার নাকি নায়ক বদলেছে। অভিনেতা রণবীর কাপুর, আয়ুষ্মান খুরানা নন, রাজকুমার রাও নাকি সাবেক অধিনায়কের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। অন্যদিকে ডোনা গাঙ্গুলীর ভূমিকায় থাকছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি।

একটি সূত্র জানায়, সৌরভ-ডোনার মেয়ে সানা গাঙ্গুলীর আগ্রহেই নাকি সৌরভপত্নীর ভূমিকায় তৃপ্তিকে ভাবা হয়েছে। তবে আয়ুষ্মান কেন বদলে গেলেন, এমন খবর কারও কাছেই নেই। বিক্রম মোতওয়ানের পরিচালনায় ও লাভ রঞ্জনের প্রযোজনায় তৈরি হতে চলা সৌরভের জীবনীচিত্র নিয়ে গত দুই বছর ধরে নানা সময়ে নানাভাবে চর্চা চলেছে। তবে সৌরভের চরিত্রে রণবীরকেই দেখতে চেয়েছিলেন দাদার বেশিরভাগ ভক্ত-অনুরাগী।

যা রটেছে, তাই কি ঘটছে? —এমন প্রশ্ন রাখা হয়েছিল সৌরভের আপ্তসহায়ক তানিয়া ভট্টাচার্যের কাছে। তিনি যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছেন। জানিয়েছেন, চিত্রনাট্য তৈরির কাজ শেষের পথে, এই খবর সত্যি। বাকি খবর সঠিক নয়। 

গত বছরেও একবার শোনা গিয়েছিল, ২০২৪-এর শেষে নাকি শুটিং শুরু হবে সিনেমাটির, কিন্তু তা হয়নি। ফের নতুন বছরের গোড়ায় সেই একই ঘটনার পুনরাবৃত্তি, কেন? তানিয়া বলেন, কীভাবে খবর ছড়াল, জানি না। সৌরভ গাঙ্গুলী যতক্ষণ না সবুজ সংকেত দিচ্ছেন, ততক্ষণ শুটিং শুরু হওয়ার কোনো প্রশ্নই নেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম