Logo
Logo
×

বিনোদন

প্রতিদিন ঝগড়া লেগেই থাকে, প্রেমিককে নিয়ে যে উপলব্ধি মধুমিতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৯ এএম

প্রতিদিন ঝগড়া লেগেই থাকে, প্রেমিককে নিয়ে যে উপলব্ধি মধুমিতার

গত বছর পূজার সময় টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার তার জীবনে নতুন মানুষের আগমনের খবর জানান। দেখতে দেখতে তাদের সম্পর্কের বয়স পাঁচ মাস। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে নিজের ভবিষ্যৎ দেখছেন তিনি— এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তবে এই পাঁচ মাসে কেমন কেটেছে দিন-রাত, কতখানি বুঝলেন প্রেমিককে? তা ভালোবাসা দিবসে জানালেন মধুমিতা।

গত পাঁচ বছরে টালিপাড়ার অন্যতম সিঙ্গেল অভিনেত্রী মধুমিতা সরকার। ২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন তিনি। এরপর থেকে আর কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যায়নি অভিনেত্রী সম্পর্কে। তবে এবার দীর্ঘ দিনের বন্ধুর সঙ্গেই প্রেমসম্পর্কে জড়ালেন মধুমিতা সরকার। পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্যের সঙ্গে একাধিক ছবি সামাজিকমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি। 

এবার ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষের প্রতি প্রেমের ইশতেহার জানিয়ে অভিনেত্রী লিখেছেন—এই পাঁচ মাসে জীবন বদলেছে, তবে এক মুহূর্তের জন্য একঘেয়ে মনে হয়নি। ছোটখাটো অহেতুক কারণে আমরা হেসেছি। প্রতিদিন ঝগড়া লেগেই রয়েছে। চাইও না যে, সেটা থেমে যাক। কৃতজ্ঞ যে, সব স্মৃতি আমরা একসঙ্গে তৈরি করেছি। আরও কয়েকটি স্মৃতি তৈরির অপেক্ষায় আছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম