Logo
Logo
×

বিনোদন

ভালোবাসা দিবসে শতাধিক নাটক

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৮ পিএম

ভালোবাসা দিবসে শতাধিক নাটক

বসন্তের রঙে যখন চারিদিক রঙিন, তখন সেই রঙের পালে বাড়তি হাওয়া দেয় ভালোবাসা দিবস। 

এ দিবসকে ঘিরে বিভিন্ন টিভি চ্যানেলের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ওটিটি প্ল্যাটফর্মগুলোতে থাকে নানান আয়োজন। শ্রোতা-দর্শকরাও মুখিয়ে থাকেন তাদের প্রিয় তারকার কাজের জন্য। 

এবারের ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রচারে এসেছে শতাধিক নাটক, টেলিফিল্ম ও ওয়েব কনটেন্ট। এ আয়োজনে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের একাধিক নাটক রয়েছে। তারমধ্যে উলে­খযোগ্য নাটক ‘অপহরন’ ও ‘সরি কামরুল’। 

দুটি নাটকে তার সঙ্গে রয়েছেন তানিয়া বৃষ্টি। তানহা তাসনিয়াকে নিয়ে করেছেন নাটক ‘বউ সোহাগী’। একাধিক নাটক নিয়ে আসছেন জিয়াউল ফারুক অপূর্ব। তারমধ্যে উলে­খযোগ্য ‘মন দুয়ারী’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন তরুণ প্রজন্মের অভিনেত্রী নাজনীন নাহার নীহা। এছাড়াও জাকিয়া বারীকে নিয়ে অপূর্ব কাজ করেছেন ‘তোকে পাবার জন্য’ নাটকে। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও পর্দায় থাকছেন ভালোবাসা দিবসে। তার অভিনীত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’ আসছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে। এছাড়াও থাকছে তার অভিনীত নাটক ‘বেষ্ট ফ্রেন্ড-২’। 

তানজিন তিশার একাধিক কাজও আছে ভালোবাসা দিবসে। তারমধ্যে রয়েছে নাটক ‘এক কাপ চা’, ‘বসন্তবৌরি’ ও গায়ক প্রীতম হাসানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ‘ঘুমপরী’ নামে একটি ওয়েবফিল্ম। আরও রয়েছে অভিনেতা তৌসিফ মাহবুব অভিনীত ‘মনেরই রঙে রাঙিয়ে’, ‘মন দিওয়ানা’, ‘ব্যাথার বাগান’সহ আরও কিছু নাটক। 

ফারহান আহমেদ জোভান অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘প্রেমেরই পরশে’, ‘ফেরারি মন’সহ একাধিক নাটক। তানজিম সাইয়ারা তটিনী অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘দূর থেকে ভালোবাসি’, ‘তোমায় পাব কি?’, ‘কত যে আপন’ ইত্যাদি। 

সামিরা খান মাহির উলে­খযোগ্য নাটক হলো ‘প্রশ্ন করো না’ ও ‘সত্য মিথ্যার প্রেম’। কেয়া পায়েল অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘পুষ্প’, ‘ভালোবাসি আজ কাল’, ‘বাজি’ প্রভৃতি। এছাড়া আরও রয়েছে আইশা খান অভিনীত নাটক ‘লস্ট ইন লাভ’, সাফা কবির অভিনীত ‘হ্যাপা’, সাদিয়া আয়মানের ‘লাইজু’, আরশ খানের ‘শিক্ষানবিশ প্রেম’, ‘আছি তোমার পাশে’। 

ফারিন খান অভিনীত ‘প্রথম প্রেমের গল্প’, সোহেল মন্ডলের ‘সমুদ্রনীলা’সহ আরও শতাধিক নাটক দেখা যাবে ভ্যালেন্টাইনের আয়োজনে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম