Logo
Logo
×

বিনোদন

আপত্তিকর মন্তব্যে ভেঙে যায় প্রেম, মুখ খুললেন রণবীরের সেই প্রেমিকা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১ পিএম

আপত্তিকর মন্তব্যে ভেঙে যায় প্রেম, মুখ খুললেন রণবীরের সেই প্রেমিকা

আপত্তিকর এক মন্তব্যের জেরে ভারতীয় ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়াকে নিয়ে দেশটিতে তুমুল বিতর্ক চলছে।  ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ নামের একটি অনুষ্ঠানে এক মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন এই ইউটিউবার। সেই মন্তব্যের ভিত্তিতে রণবীরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ পর্যন্ত দায়ের হয়েছে। 

এর মাঝেই খবর ছড়ায় যে, রণবীরের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কে ইতি টেনেছেন তার চর্চিত প্রেমিকা নিক্কি শর্মা। তবে সেই জল্পনায় জল ঢাললেন নিক্কি নিজেই।

বুধবার খবর ছ়ড়িয়ে পড়ে, পরস্পরকে আর অনুসরণ করছেন না রণবীর ও নিক্কি। সেখান থেকেই জল্পনার সূত্রপাত হয়। কিন্তু ফের তারা পরস্পরকে ইনস্টাগ্রামে অনুসরণ করা শুরু করেছেন। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি রণবীর বা নিক্কি। যদিও শোনা যায়, দীর্ঘ দিন ধরে পরস্পরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তারা।

নিক্কি তার ইনস্টাগ্রামে লিখেছেন, যে বন্ধুরা রাত জেগে আপনার সঙ্গে কথা বলেন, সমস্যার দিনে আপনার ডাকে দ্রুত সাড়া দেন, অন্য সব কিছু ফেলে আপনার পাশে থাকেন তাদের কুর্নিশ। আপনারা হয়তো সেই কৃতিত্ব পান না। কিন্তু প্রশংসা সত্যিই আপনাদের প্রাপ্য। 

এই পোস্ট মূলত লেখক জয় শেট্টির। নিক্কি এই পোস্ট শেয়ার করে নেওয়ার পরে নেটিজেনদের ধারণা, বর্তমান পরিস্থিতির জন্যই এই পোস্ট করেছেন তিনি।

ঠিক কী ঘটিয়েছেন রণবীর? 

ইউটিউবার হিসেবেই পরিচিত তিনি। সম্প্রতি কৌতুকশিল্পী সময় রায়নার ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর অনুষ্ঠানে গিয়ে এক প্রতিযোগীকে বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে? এই মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত। অশালীনতা প্রচার করার অভিযোগ উঠেছে রণবীর ও ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর কৌতুকশিল্পী সময় রায়নার বিরুদ্ধে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম