Logo
Logo
×

বিনোদন

রামচরণের সন্তান নিয়ে বাবা চিরঞ্জীবীর মন্তব্যে বিতর্কের ঝড়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৯ পিএম

রামচরণের সন্তান নিয়ে বাবা চিরঞ্জীবীর মন্তব্যে বিতর্কের ঝড়

গত বছর দাদা হয়েছেন দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। বিয়ের ১১ বছর পর রামচরণের ঘরে এসেছে কন্যা সন্তান। আর ছেলের কন্যা সন্তান নিয়ে মন্তব্য করে নেটিজেনদের তুমুল সমালোচনার মুখে পড়লেন বর্ষীয়ান এ অভিনেতা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে চিরঞ্জীবী বলেন, বাড়িতে এতো মেয়ে, চারদিকে শুধুই নাতনি। বাড়ি ফিরলে মনে হয় লেডিস হোস্টেলে আছি। তাই রামচরণকে বলেছিলাম, আমাদের পারিবারিক পরম্পরা বজায় রাখার জন্য একটা ছেলে চাই। কিন্তু ভয়ে ছিলাম মেয়েই হবে। যদিও নাতনি আমাদের চোখের মণি।

চিরঞ্জীবীর এই মন্তব্যকে লিঙ্গ বৈষম্যমূলক আখ্যা দিয়েছেন তার অনেক ভক্ত। এ নিয়ে অনুরাগীদের মধ্যে অসন্তোষও ক্রমশ বেড়ে চলেছে।

অথচ জন্মের পর চিরঞ্জীবীই নাতনির নাম রাখেন ‘মেগা প্রিন্সেস’। তবে এবার সেই চিরঞ্জীবীই কিনা লিঙ্গ-বৈষম্যমূলক মন্তব্য করলেন!অনেকেই আবার কটাক্ষ করা শুরু করেছেন এই মেগা তারকাকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম