Logo
Logo
×

বিনোদন

ক্যাটরিনাকে ‘বিচিত্র প্রাণী’ বললেন ভিকি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬ পিএম

ক্যাটরিনাকে ‘বিচিত্র প্রাণী’ বললেন ভিকি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল গেল ডিসেম্বরে তাদের বিয়ের তিন বছর পার করেছেন। এই দম্পত্তি মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সুন্দর মুহূর্ত শেয়ার করেন। এসব ছবি-ভিডিওতে তাদের একে অপরের প্রতি ভালোবাসা-খুনসুঁটি ধরা পড়ে। যা নিয়ে ইতোমধ্যে বলিউডের অন্যতম ‘কিউটেস্ট কাপল’ খেতাবও পেয়ে গেছেন এই দম্পতি। 

ক্যাটরিনা ও ভিকির মিষ্টি আলাপচারিতা ভক্তদের কাছেও বেশ জনপ্রিয়। বুধবার ক্যাটরিনা নিজের ‘এক্স’ হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওটি মূলত তার স্বামী তাকে কীভাবে বর্ণনা করছেন সেই সম্পর্কে। 

ভিডিওতে দেখা যায়, ভিকি তার স্ত্রীকে ‘বিচিত্র প্রাণী’ বলে অভিহিত করেছেন, তাও একেবারে রোমান্টিকভাবে।

একটি সোফায় বসে ভিকি ক্যাটকে উদ্দেশ্য করে বলেন, ‘বিচিত্র তবে সত্য প্রাণী ‍তুমি।’

আর এই ভিডিওটি ধারণ করেছেন ক্যাটরিনা নিজেই। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আমাকে নিয়ে আমার প্রিয় স্বামীর বর্ণনা। ক্যাপশনেও স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে তিনি একটি অ্যাঞ্জেল ইমোজিও যোগ করেছেন। 

ভালোবাসা দিবসের দুদিন আগে ক্যাটরিনা-ভিকির এমন রসায়ন ভক্ত-অনুরাগীদেরও দারুণ মন ছুঁয়েছে। ভালোবাসাপূর্ণ মন্তব্যে তারা ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীর কমেন্টবক্স। 

এর আগে একটি অনুষ্ঠানে ভিকি জানিয়েছিলেন, তার স্ত্রী সবসময় তার কাজ সম্পর্কে ইতিবাচক মতামত দেন।  

অভিনেতা বলেছিলেন, আমারও এমন একজন স্ত্রী আছে, যে কিনা দিন শেষে আমাকে প্রশংসা করলে মনে হয় আমি যেন বিরাট কোনো কাজ করে ফেলেছি। কখনো কখনো মনে হয়, এতটা বড় করেও আমাকে দেখানো উচিত নয়।

২০২৪ সালের ৯ ডিসেম্বর এই দম্পত্তি তাদের তৃতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেন। সেই বিশেষ দিনে ক্যাটরিনা ভিকির সঙ্গে একটি সুন্দর সেলফি পোস্ট করেছিলেন। যার ক্যাপশন ছিল, ‘দিল তু, জান তু...’ (আমার হৃদয় তুমি, আমার জীবন তুমি)। সঙ্গে জুড়ে দিয়েছিলেন একটি ভালোবাসার লাল ইমোজিও।

বর্তমানে ভিকি কৌশল তার আসন্ন সিনেমা ‘চাহ্বা’র প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। 

লাক্ষ্মণ উতেকর পরিচালিত এ সিনেমাটি ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পাবে।  অন্যদিকে ক্যাটরিনা কাইফকে নতুন কোনো সিনেমায় দেখতে তার ভক্ত-অনুরাগীরা মুখিয়ে আছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম