Logo
Logo
×

বিনোদন

সিঁথির সঙ্গে বাংলাদেশি গানে কণ্ঠ দিলেন বলিউডের সেলিম মার্চেন্ট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৬ পিএম

সিঁথির সঙ্গে বাংলাদেশি গানে কণ্ঠ দিলেন বলিউডের সেলিম মার্চেন্ট

বলিউডের জনপ্রিয় সুরকার সেলিম মার্চেন্ট প্রথমবারের মতো বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন।  কোনো বাংলা ভাষার গানে এটিই কার প্রথম কণ্ঠ দেওয়া। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি গায়িকা সিঁথি সাহা। 

‘বৃষ্টি বিলাস’ শিরোনামে গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি এবং সুর করেছেন সাজিদ সরকার।

ভালোবাসা দিবসে গানটির মিউজিক ভিডিও সিঁথি সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

গানটি প্রসঙ্গে সিঁথি নিজের ফেসবুক পোস্টে লেখেন, এই ভ্যালেন্টাইনে আসছে আমার গান ‘বৃষ্টি বিলাস’। আমার সাথে প্রথমবারের মতো বাংলা গান গাইলেন উপমহাদেশের অন্যতম সেরা সুরস্রস্টা সেলিম মার্চেন্ট।

গণমাধ্যমকে সিঁথি জানান, গত বছর সোমেশ্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর-সংগীতায়োজনে ‘বৃষ্টি বিলাস’ গানটি তৈরি করেছিলেন। তখনই তার মনে হয়েছিল, ‘বৃষ্টি বিলাস’ দ্বৈত গানে রূপান্তরিত করা যেতে পারে। সেই ভাবনা থেকে সেলিম মার্চেন্টকে গানটি শুনিয়েছিলেন। একবার শুনেই গানটি পছন্দ করেন সেলিম। এমনকি গানটি গাওয়ার প্রস্তাবেও সাড়া দেন। এভাবেই ‘বৃষ্টি বিলাস’ গানের জন্ম।

গানটি প্রসঙ্গে গীতিকার সোমেশ্বর অলি গণমাধ্যমকে বলেন, বলিউডের সেলিম-সোলায়মান জুটির অনেক গানই আমার শোনা হয়েছে, ভালো লাগাও আছে। তাদেরই একজন সেলিম মার্চেন্ট, যিনি বাংলা ভাষার মানুষ নন। তিনি গানটি গেয়েছেন শুনে আনন্দই হলো।

বলিউডের একাধিক শিল্পীর সঙ্গে কাজ করেছেন বাংলাদেশি গায়িকা সিঁথি সাহা। জানা গেছে, ‘বৃষ্টি বিলাস’ ছাড়াও সেলিম মার্চেন্টের সঙ্গে একটি হিন্দি গান গাওয়া নিয়েও ভাবছেন এ সংগীতশিল্পী।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম