Logo
Logo
×

বিনোদন

প্রেম না থাকলে ‘ক্রিয়েটিভিটি’ আসে না: কুসুম

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৪ পিএম

প্রেম না থাকলে ‘ক্রিয়েটিভিটি’ আসে না: কুসুম

ভালোবাসা দিবস মানেই শোবিজ অঙ্গণে বাড়তি আলোড়ন। এ সময় দর্শকদের নতুন নতুন রোমান্টিক নাটক ও শর্টফিল্ম উপহার দিতে অভিয়শিল্পীদের ব্যস্ততা বেড়ে যায়। 

এছাড়া পছন্দের তারকাদের ব্যক্তিজীবনের প্রেম-ভালোবাসা জানার আগ্রহও বেড়ে যায় দিবসটি ঘিরে। দর্শকরা জানতে চান, কাজের বাইরে তাদের ভালোবাসা দিবসের পরিকল্পনা কী?

সম্প্রতি ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী কুসুম শিকদার। তিনি বর্তমানে সিনেমার প্রযোজনায় মনোযোগী। পাশাপাশি অভিনয়ও করছেন। 

সম্প্রতি তার প্রযোজিত ও অভিনীত নতুন সিনেমা ‘শরতের জবা’ মুক্তি পেয়েছে। কাজ শেষে এখন কিছুটা অবসর কাটাচ্ছেন কুসুম শিকদার। অভিনেত্রীকে প্রশ্ন করা হয়- এবারের ভালোবাসা দিবসে তার পরিকল্পনা কী?

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ইভেন্টে অংশগ্রহণকালে তাকে এ বিষয়ে কথা বলতে দেখা যায়।  এ সময় তার পরনে ছিল একটি লাল কামিজ, যার ওপর নানা কাজ করা ছিল। সেই পোশাকের সঙ্গে তার রূপও ছিল নজরকাড়া এবং তিনি খুবই খোশমেজাজে কথা বলছিলেন।

এ সময় কুসুম শিকদার বলেন, ১৪ ফেব্রুয়ারি নিয়ে এখনো কোনো প্ল্যান নেই, সত্যি। এখনো অনেক দেরি আছে।

প্রেমের জন্য ডেট করতে যান কি না, এমন প্রশ্নের জবাবে মজার ছলেই অভিনেত্রী বলেন, হ্যাঁ যাই। দেশে, দেশের বাইরে সব জায়গাতেই যাই।

প্রেম-বিয়ে সামনে এনে আলোচনায় আসতে চান না কুসুম। বরাবরের মতো বিষয়টি এড়িয়ে গেলেন অভিনেত্রী। এরপরও প্রেম নিয়ে বলেন, শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়। প্রেম না থাকলে ক্রিয়েটিভিটি আসে না, সত্যিই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম