Logo
Logo
×

বিনোদন

‘তুমি আমার আবেগ’, ভালোবাসার মাসে কাকে বললেন আল্লু অর্জুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম

‘তুমি আমার আবেগ’, ভালোবাসার মাসে কাকে বললেন আল্লু অর্জুন

ভারতীয় সিনেমার ইতিহাসে বহু রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়েছে আল্লু আর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা: দ্য রুল’।  কোনো ভারতীয় সিনেমা হিসেবে দ্রুততম সময়ে ১,০০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করা সিনেমা এটি। এ পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটি ১,৭৮৫ কোটি রুপির বেশি আয় করেছে। 

এ সিনেমাটিকে এখন পর্যন্ত আল্লু অর্জুনের ক্যারিয়ারের সবচেয়ে সেরা সিনেমা বলা হচ্ছে। যদিও এ সিনেমার কারণেই আল্লুকে কারাগারেও যেতে হয়েছিল।  সিনেমাটির প্রিমিয়ারে অভিনেতাকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছিল আল্লুকে। যদিও সেই ঘটনায় অভিনেতার সরাসরি কোনো যোগ ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছিল নানা মহল থেকে। 

তবে সিনেমাটিতে আল্লু অর্জুন যে তার সবটুকু দিয়ে করেছেন তাতে কারো সন্দেহ নেই।  দর্শকের প্রশংসা, ভালোবাসা যে কোনো অভিনেতার কাছেই এক অনন্য প্রাপ্তি। আল্লুর জন্য অনুরাগীদের উন্মাদনাও তারই প্রমাণ। 

তবে আল্লু অর্জুন কিন্তু অন্য একজনের চরম ভক্ত। সম্প্রতি নিজেই সেই কথা জানিয়েছেন অভিনেতা। 

দক্ষিণী এই সুপারস্টার জানান, ‘পুষ্পা-২’ পরিচালক সুকুমারের ভক্ত তিনি। পর্দায় তার পারফরম্যান্সের সিংহভাগের কৃতিত্ব সুকুমার করিয়ে নিয়েছেন বলেও জানান তিনি। 

অভিনেতার কথায়, পরিচালক আসলে দর্শকের মন বোঝে। তাই সিনেমা সফল হলে তার কৃতিত্ব পরিচালকেরই।

সুকুমারকে কৃতজ্ঞতা জানিয়ে আল্লু অর্জুন বলেন, ধন্যবাদ সুকুমার, আমাদের গর্বিত করার জন্য। তুমি আমার কাছে শুধু পরিচালক-ই নও, তুমি আমার আবেগও।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম