Logo
Logo
×

বিনোদন

দেশের বাইরেও ডেটে যান কুসুম শিকদার!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৬ পিএম

দেশের বাইরেও ডেটে যান কুসুম শিকদার!

ছবি: সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী কুসুম শিকদার আসছে ভালোবাসা দিবস উপলক্ষ্যে নিজের পরিকল্পনার কথা জানালেন। বিশেষ দিনে বিশেষ কাজে ব্যস্ত হয়ে পড়েন বিনোদন জগতের তারকারাও। আর দর্শকদের বিশেষ কিছু উপহার দিতেই অভিনয়শিল্পীরা লেগে পড়েন নতুন সব রোমান্টিক নাটক-শর্টফিল্মের কাজে। এর বাইরে দিনটি উদযাপনে ব্যক্তিগতভাবেও নানা পরিকল্পনা হাতে রাখেন তারা। তেমনি ভালোবাসা দিবসে কুসুম শিকদার বিশেষ কোন কাজে হাতে দিয়েছেন। কিংবা কাজের বাইরে তার কী নিয়ে ব্যস্ততা, জানালেন অভিনেত্রী।

এর মধ্যেই 'শরতের জবা' সিনেমা প্রযোজনা করেছেন কুসুম শিকদার। তার প্রযোজিত ও অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছে। প্রযোজনায় মন দিয়ে করার চেষ্টা করছেন অভিনেত্রী। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, কোনো একটি ইভেন্টে উপস্থিত ছিলেন কুসুম শিকদার। সেখানেই ভালোবাসা দিবস সামনে রেখে তার নতুন কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ১৪ ফেব্রুয়ারি নিয়ে সত্যি এখনো কোনো প্ল্যান নেই। প্রেমের জন্য ডেট করতে যান কিনা— এমন প্রশ্নের জবাবে মজার ছলেই অভিনেত্রী বলেন, হ্যাঁ যাই। দেশে ও দেশের বাইরে সব জায়গায়ই যাই। 

প্রেম-বিয়ে সামনে এনে আলোচনায় আসতে চান না কুসুম শিকদার। বরাবরের মতো বিষয়টি এড়িয়ে গেলেও অভিনেত্রী বলেন, শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়। প্রেম না থাকলে ক্রিয়েটিভিটি আসে না সত্যি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম