Logo
Logo
×

বিনোদন

দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতির দরকার নেই: পাকিস্তানি অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৭ পিএম

দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতির দরকার নেই: পাকিস্তানি অভিনেত্রী

দ্বিতীয় বিয়ের পক্ষে পাকিস্তানের বর্ষীয়ান অভিনেত্রী সায়মা কুরেশির একটি বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

সম্প্রতি ‘এফএইচএম’ পডকাস্টে অংশ নিয়েছিলেন সায়মা কুরেশি। যেখানে তিনি অন্যান্য বিষয়ের পাশাপাশি নারীদের সংসারের ভরণপোষণ নিয়েও কথাও বলেন।

সায়মা কুরেশি বলেন, কেউ বিশ্বাস করুক আর নাই করুক, বাস্তবতা হলো পুরুষের উপার্জনেই বরকত থাকে। 

নারীদের উপার্জনের বিষয়ে তিনি বলেন, যখন কোনও নারী সংসার চালাতে শুরু করেন, তখন তার উদ্দেশ্যেই তিনি অবশ্যই জয়ী হন।একজন নারী যখন ঘর চালাতে শুরু করে, তখন তার মনের মধ্যে এই সংকল্প থাকে যে তাকে জিততেই হবে।

পডকাস্টে পুরুষদের একাধিক বিয়ের পক্ষেও কথা বলেন পাকিস্তানের বর্ষীয়ান এই অভিনেত্রী। 

দ্বিতীয় বিয়ের পক্ষে কথা বলতে গিয়ে সায়মা কুরেশি বলেন, একজন পুরুষের দ্বিতীয় বিয়ের আগে প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই।

এ কারণেই বলা হয়েছে, সমাজে বিয়ে সহজ ও ব্যাপক হয়ে গেলে অশ্লীলতা কমে আসবে।  

একাধিক বিয়ে নিয়ে পুরুষদের সমালোচনার বিষয়ে তিনি বলেন, কে বলেছে দ্বিতীয় বিয়ের আগে স্ত্রীর অনুমতি নিতে হবে? এমন মানসিকতার বিরুদ্ধে কাউকে না কাউকে আওয়াজ তুলতে হবে।

এই অভিনেত্রীর মতে, যেটি সত্য সমাজের বিরুদ্ধে গিয়ে হলেও সেটিকেই সমর্থন করা উচিত এবং ভুলকে ভুল বলাটা জরুরি।

পুরুষদের উদ্দেশে সায়মা কুরেশি বলেন, একাধিক বিয়ে করলে তা লুকানোর দরকার নেই, এটির ঘোষণা দিয়ে তা মেনে নিন।

তিনি বলেন, কোনো বিবাহিত পুরুষ যদি কোনো মেয়েকে পছন্দ করে, তাহলে বিবাহ বহির্ভূত সম্পর্ক করার চেয়ে বিয়ে করাই ভালো।

বর্ষীয়ান এই অভিনেত্রীর সাক্ষাৎকারের হাইলাইটগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।অনেকেই অভিনেত্রীর সঙ্গে একমত হতে পারছেন না।

অবশ্য সায়মা কুরেশিও বিশ্বাস করেন যে, পাকিস্তানে দ্বিতীয় বিয়েকে নেতিবাচকভাবে দেখা হয় কারণ পুরুষরা দুই পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে না।

ডন উর্দু

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম