Logo
Logo
×

বিনোদন

কারিনাই কী সাইফের ঘটনার নেপথ্যে? অভিনেত্রীর মন্তব্যে ফের ধোঁয়াশা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২০ পিএম

কারিনাই কী সাইফের ঘটনার নেপথ্যে? অভিনেত্রীর মন্তব্যে ফের ধোঁয়াশা

ছবি: সংগৃহীত।

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। হামলার ঘটনার তিন দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছিল দেশটির পুলিশ। অভিযুক্ত শরিফুল ইসলামের আঙুলের ছাপও মিলে গিয়েছে। তবে বিতর্ক থামেনি এখানে। নানা তথ্য উঠে আসতে শুরু করে একের পার এক। শুধু তাই নয়, এমন প্রশ্নও উঠেছে, আদৌ সাইফের ওপর কোনো হামলা হয়েছিল কিনা? 

সম্প্রতি অভিনেতা কমল আর খান দাবি করেছেন, পুরো হামলার ঘটনা আসলে সাজানো। গুঞ্জন, এই ঘটনার নেপথ্যে নাকি ছিলেন স্বয়ং কারিনা কাপুর খান। এর মধ্যেই এক রহস্যময় পোস্টও করলেন অভিনেত্রী।

সাইফের ওপর ছয় বার ছুরিকাঘাত করেছিলেন শরিফুল। শিরদাঁড়ায় ছুরি আটকে থাকা অবস্থায় হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানে গুরুতর অস্ত্রোপচার করতে হয় তাকে। কিন্তু পাঁচ দিনের মাথায় হাসপাতাল থেকে যখন সাইফকে ছেড়ে দেওয়া হয়, তখন তার চেহারা দেখে চমকে ওঠেন সকলে। হাতের কব্জি ও ঘাড়ের কাছে ব্যান্ডেজ ছাড়া সারা শরীরে ক্ষতের চিহ্নমাত্র নেই। পরিষ্কার করে কামানো দাড়ি, ঝকঝকে চেহারা, চোখেমুখে ঔজ্জ্বল্য দেখে সন্দেহও দানা বাঁধে অনেকের মনে। তাহলে কি তেমন কিছুই হয়নি?

কারিনা তার রহস্যময় পোস্টে লিখেছেন, ‘বিয়ে, বিচ্ছেদ, ভয়, শিশুর জন্ম, প্রিয়জনের মৃত্যু, সন্তান পালন করার মতো বিষয় আপনি কখনোই বুঝবেন না। যতক্ষণ না আপনার সঙ্গে এগুলো হচ্ছে, আপনি বুঝবেন না। জীবনের কোনো পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধারণা ও কল্পনা কিন্তু বাস্তব নয়। আপনি হয়তো ভাবেন, অন্যদের চেয়ে আপনি বেশি চালাক। তারপরে আপনার পালা এলে আপনারও মাটিতে পা পড়বে’।

এই পোস্ট নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। অভিনেতা তথা স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান বলেছিলেন, সাইফকে ছ’বার ছুরি দিয়ে আঘাত করা হল আর হামলাকারীকে একটা আঁচড় পর্যন্ত দেননি সাইফ! যাকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তি মুখের কোনো মিল নেই। তাই আমার মনে হয় সে রাতে ওদের বাড়িতে কেউ আসেনি। এটা আসলে সাইফ-কারিনার ঝগড়ার পরিণতি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম