Logo
Logo
×

বিনোদন

‘খাকি’ সিরিজের গান নিয়ে মুখ খুললেন জিৎ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৮ পিএম

‘খাকি’ সিরিজের গান নিয়ে মুখ খুললেন জিৎ

গত সপ্তাহেই চলতি বছরের মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মের তালিকা প্রকাশ করেছে নেটফ্লিক্স ইন্ডিয়া। বেশ কয়েকটি প্রকল্পের টিজারও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে আছে নীরজ পান্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টিজারও, যা মুক্তির পর থেকেই আছে আলোচনায়। 

আজ বাংলাদেশ থেকে ইউটিউবের মুভিজ বিভাগে ট্রেন্ডিংয়ে দুইয়ে আছে সিরিজটির টিজার।

মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটিতে দেখা যাবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই তারকা প্রসেনজিৎ চক্রবর্তী ও জিৎকে। এ দুই তারকার অনেক ভক্ত আছেন বাংলাদেশেও। সে কারণেই হয়তো সিরিজটি নিয়ে তারা এত আগ্রহ দেখিয়েছেন।

নীরজ পান্ডের এই ওয়েব সিরিজের হাত ধরে প্রথমবারের জন্য একসঙ্গে পর্দায় আসছেন প্রসেনজিৎ ও জিৎ। তা–ও আবার হিন্দি ওয়েব সিরিজের হাত ধরে; তাই দর্শকের এত আগ্রহ।

‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টিজারে রাজনীতিবিদের ভূমিকায় ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর ডাকাবুকো পুলিশ অফিসারের চরিত্রে দেখা মিলল জিতের। পুলিশের পোশাকে, পুলিশের ভূমিকায় দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায়কেও। আর সাদা পাঞ্জাবিতে দেখা দিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, তার ঠোঁটের কোণে লেগেছিল বক্র হাসি।

টিজারের শুরুতেই ধরা পড়েছে হাওড়া ব্রিজ ও ওপর থেকে তোলা কলকাতা শহরের একটুকরা ঝলক। দেখা গেল কার্তুজ, বন্দুকসহ নানা অস্ত্র তৈরির ঝলক। ধরা পড়ল একের পর খুনের ঝলক, রক্ত ঝরল। আর এরপরই পুলিশের বেশে ধরা দিলেন জিৎ। রাজনীতিবিদ সেজে মঞ্চে উঠে হাত নাড়ালেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ, জিৎ, পরমব্রত ছাড়াও এ সিরিজে দেখা যাবে চিত্রঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক, আদিল জাফর খানকে। এখানেই শেষ নয়। এই সিরিজের আরও এক চমক মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তী।

সুরকার জিতের তত্ত্বাবধানে কোনো বাঙালি গায়ক নেই! কেন? জানতে চাইলে আনন্দবাজারকে জিৎ বলেন, সিরিজ়ে কলকাতা বা বাংলা সিংহভাগজুড়ে থাকবে। তার মানে গায়ককেও বাঙালি হতে হবে, এমন কিছু চাননি নীরজ। বরং জানিয়েছিলেন এমন গলা যেন বেছে নিই, যার কণ্ঠে সব প্রদেশের ভাষা, সুর মানাবে। সুরকারের তাই পছন্দ কীর্তি সাগাটিয়া। প্রসঙ্গত, কীর্তির বাবা কারসন সাগাটিয়া ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে ‘ঢোলি তারো’ গানটি গেয়েছিলেন। বাবার মতোই পুত্রের কণ্ঠেও মেঠো সুর ভাল খোলে, জানিয়েছেন জিৎ। ‘খাকি’র আগের পর্বেও কীর্তির গেয়েছিলেন। এ বারেও তিনি শীর্ষ সঙ্গীত গেয়েছেন, যা সিরিজ়ের শুরু থেকে শেষ পর্যন্ত শোনা যাবে। নেপথ্য সুরের দায়িত্বও জিতের কাঁধে। বাঙালিয়ানা ধরে রাখতে প্রাদেশিক সুরের পাশাপাশি বাদ্যযন্ত্র হিসেবে জিৎ ব্যবহার করেছেন শঙ্খ, উলুধ্বনি। গানের সুরে লোকসঙ্গীতের আমেজ।

নীরজ পান্ডে নিবেদিত এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন দেবব্রত মণ্ডল ও তুষারকান্তি রায়। টিজারেই স্পষ্ট কলকাতার রাজনীতি, আর গ্যাংস্টার রাজত্বের কথা উঠে আসবে এই ওয়েব সিরিজে। আগামী মার্চে মুক্তি পাবে সিরিজটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম