Logo
Logo
×

বিনোদন

সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে অপরাধী মনে করেন নাগা চৈতন্য

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৫ পিএম

সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে অপরাধী মনে করেন নাগা চৈতন্য

ছবি: সংগৃহীত

২০১৭ সালের ৭ অক্টোবর দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিয়ে হয় অভিনেতা নাগা চৈতন্যের। অভিনেতাকে বিয়ের মধ্য দিয়ে অভিনেত্রী হয়েছিলেন ‘আক্কিনেনি’ পরিবারের একজন— সামান্থা আক্কিনেনি। তবে সামান্থা-নাগার রূপকথার বিয়ে খুব বেশি দিন টেকেনি। চার বছর সংসার করার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। আর তাদের এ বিচ্ছেদের মূল কারণ ছিল— সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন। 

শেষ পর্যন্ত আর একছাদে বসবাস করা হয়নি এ দম্পতির। এর মধ্যেই নাগা চৈতন্য খুঁজে নিয়েছেন নতুন সঙ্গিনী। গত ৪ ডিসেম্বর আরেক দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করেছেন। অভিনেত্রীকে বিয়ে করে সংসার করছেন অভিনেতা। প্রথম বিচ্ছেদের মতোই চর্চা তার দ্বিতীয় বিবাহ নিয়েও— থেমেও যেন থামতে চায় না, কোনো না কোনোভাবে উসকে ওঠে ফের। সম্প্রতি এ বিষয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। তার দাবি— নিজেকে মাঝেমধ্যে তার অপরাধী বলে মনে হয়।

এ মুহূর্তে নাগা চৈতন্য তার নতুন সিনেমা ‘থান্ডেল’-এর প্রচার নিয়ে ব্যস্ত। সিনেমার প্রচার অনুষ্ঠানে নিজের প্রথম বিবাহ ও বিচ্ছেদ নিয়ে কথা বললেন তিনি। তার দাবি— ২০১৭ সালে সামান্থাকে বিয়ের পর ২০২১ সালে তারা দুজনে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন। এ সিদ্ধান্ত তারা দুজনে মিলে নিয়েছিলেন। এখনো তারা পরস্পরকে শ্রদ্ধা করেন। কিন্তু সামাজিক মাধ্যমে এমনভাবে বিষয়টি নিয়ে চর্চা হয়, যেন তিনি খুব অপরাধী।

নাগা বলেন,  আমরা চেয়েছিলাম নিজেদের পথে চলতে। আমাদের ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা পরস্পরকে শ্রদ্ধা করি। নিজেদের জীবন আমরা নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছি। এর থেকে বেশি আর কী বলার থাকতে পারে, আমি বুঝতেই পারি না।

নাগা স্পষ্টই জানিয়েছেন, তার জীবনকে ‘বিনোদন’ ভেবে ফেলার একটা প্রবণতা তৈরি হয়েছে। তিনি সেটাকে মোটেও ভালো চোখে দেখেন না। তিনি আশা করেন, তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার বিষয়ে দর্শক ও সংবাদমাধ্যম সচেতন হবে। পাশাপাশি তার মনে হয়, তাকে অপরাধী সাব্যস্ত করে দেওয়া হয়েছে। অভিনেতা বলেন,  তিনি এবং সামান্থা নিজেদের ভালো থাকার জন্যই এ বিচ্ছেদের পথ বেছে নিয়েছিলেন। নাগা যে এখন ভালো আছেন, তা-ও জানিয়েছেন। 

নাগা বলেন, আমি খুশি মনে এগিয়ে গেছি। সামান্থাও খুশি মনে এগিয়েছে নিজের জীবনে। আমার জীবনে আবার প্রেম এসেছে। আমি খুবই খুশি।

অভিনেতা বলেন, তার জীবনে যা ঘটেছে তা খুব বিরল বিষয় নয়। একমাত্র তিনিই যে বিচ্ছেদের পথে হেঁটেছেন, এমন নয়। নাগা বলেন, আমি নিজে একটি ভাঙা পরিবারের সন্তান। কোনো সম্পর্ক ভাঙার আগে তাই আমি হাজার বার ভাবি। কারণ আমি জানি, এর প্রতিক্রিয়া কী হতে পারে। 

এর আগে সামান্থাও দাবি করেছিলেন, তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যত কথা হয়, তা মোটেও সত্য নয়। বিচ্ছেদের পর গুরুতর অসুস্থ হন। মায়োসাইটিস রোগে আক্রান্ত হন তিনি। এখনো চিকিৎসা চলছে। তবে আগের তুলনায় ভালো আছেন সামান্থা। তাই হিংসার কোনো জায়গা নেই তার জীবনে। 

অভিনেত্রী বলেন, আমি আমার জীবনে অনেক কিছুর মধ্য দিয়ে গেছি। আমি এই হিংসা নামক অনুভূতিটা বুঝি না। আমি আমার মনকে এসবের থেকে দূরে রেখেছি। জীবনে বাকি সব পরিস্থিতি উনিশ-বিশ হতে পারে। কিন্তু হিংসার কোনো জায়গা নেই।

যদিও অতীতে বিভিন্ন সাক্ষাৎকারে নাগার সামনেই সামান্থা বলেছেন, তুমি জানো, আমি তোমাকে বেশি ভালোবাসি। তবে গত তিন বছরে যেন পুরোনো সামান্থার অনেকটাই বদল ঘটিয়ে ফেলেছেন অভিনেত্রী। মানসিকভাবে আরও বেশি দৃঢ় হয়েছেন তিনি। অভিনেত্রী নিজেই বিভিন্ন সময়ে জানিয়েছেন, এই বিচ্ছেদ তার ইচ্ছায় হয়নি। তাকে শুধুই গ্রহণ করতে হয়েছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম