Logo
Logo
×

বিনোদন

ভাই সিদ্ধার্থের বিয়েতে যা করলেন প্রিয়াংকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম

ভাই সিদ্ধার্থের বিয়েতে যা করলেন প্রিয়াংকা

ছবি: সংগৃহীত

বলিউড-হলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়া শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সাত পাকে বাঁধা পড়েন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নীলম উপাধ্যায়ের সঙ্গে।

এর আগে দুবার বিয়ের পাকা কথা হলেও তা পরিণতি পায়নি সিদ্ধার্থের। তবে এবার আর বিয়ে ভাঙেনি— সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ ও নীলম। তারকাখচিত আসরে অগ্নিদেবকে সাক্ষী রেখে চার হাত এক হলো দুজনের। 

অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার ছোট ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ের খবর গত কয়েক দিন ধরেই ছিল আলোচনায়। তাইতো সব কাজ ফেলে দিদির দায়িত্ব পালনে আমেরিকা থেকে ছুটে এসেছেন প্রিয়াংকা। সঙ্গী ছিলেন স্বামী নিক জোনাস ও অভিনেত্রীর শ্বশুর-শাশুড়িও। 

এরই মধ্যে সিদ্ধার্থ চোপড়ার বিয়ের প্রচুর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিয়ের মণ্ডপ পর্যন্ত ভাইকে হাত ধরে পৌঁছে দিচ্ছেন অভিনেত্রী। পাপারাজ্জিদের আইডি থেকেই এসব ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে— ভাইয়ের হাত ধরে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন প্রিয়াংকা। আকাশী নীল লেহেঙ্গায় ঝলমল করলেন দেশি গার্ল। জমিয়ে নাচলেন অভিনেত্রী। 'দিল ধড়কনে দো' সিনেমার 'গল্লান গুডিয়ান' গানে পরিবারের সঙ্গে মন খুলে নাচতে দেখা যায় তাকে।

অন্যদিকে সিদ্ধার্থ বিয়ের জন্য একটি ক্রিম কালারের শেরওয়ানি বেছে নিয়েছিলেন। আর সিদ্ধার্থ ঘরনিকে দেখা যায় সাবেকি লাল লেহেঙ্গা-চোলিতে। মণ্ডপে পৌঁছে মালাবদল সারেন সিদ্ধার্থ-নীলম।  মালাবদল সেরে ইমোশনাল দুজনেই। নীলমকে স্নেহচুম্বনে ভরিয়ে দেন সিদ্ধার্থ চোপড়া।  সেই ইমোশন্যাল মোমেন্টের ভিডিও দেখে নেটিজেনরা মন্তব্য করেছেন—যাক এবার অন্তত বিয়েটা সারল সিদ্ধার্থ। 

প্রিয়াংকার ভাইয়ের স্ত্রী দক্ষিণী সিনেমার পরিচিত মুখ। ২০২৪ সালের এপ্রিল মাসে নীলমের সঙ্গে রোকা হওয়ার পর আগস্ট মাসে আংটিবদল সেরেছিলেন সিদ্ধার্থ। আর বছর ঘুরতেই প্রেমের মাসে চার হাত এক হলো দুজনের। 

এর আগে প্রিয়াংকার চেয়ে বয়সে ৭ বছরের ছোট সিদ্ধার্থ চোপড়া। নায়িকার ‘বেবি ব্রাদার’-এর আগেও দুবার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু দুবারই সেই বিয়ে পরিণতির দিকে এগোয়নি। কণিকা মাথুরের সঙ্গে ২০১৪ সালে বিয়ে ঠিক হয় সিদ্ধার্থের। কিন্তু আচমকাই সম্পর্কে ইতি টানেন সিদ্ধার্থ। এরপর ঈশিতা কুমার নামে এক তরুণীর সঙ্গে তিন বছর ধরে সম্পর্কে ছিলেন সিদ্ধার্থ। ২০১৯ সালে বাগদানও সারেন দুজনে। ঠিক হয় বিয়ের তারিখও। কিন্তু সেবারও বিয়ে থেকে সরে আসেন সিদ্ধার্থ।

বিয়ের পর্ব মিটতেই শুক্রবার রাতে একদম ওয়েস্টার্ন লুকে মিডিয়ার সামনে ধরা দিলেন নবদম্পতি। উরু চেরা সবুজ গাউনে দেখা মিলল নববধূর। ওদিকে স্যুট-বুটে সুসজ্জিত প্রিয়াংকার সিদ্ধার্থ চোপড়া।

এদিকে মামার বিয়েতে জমিয়ে এনজয় করেছে প্রিয়াংকা-নিক জোনাস দম্পতির একমাত্র কন্যা মালতি। এ ছাড়া  সিদ্ধার্থের বিয়েতে উপস্থিত ছিলেন ধনকুবের আম্বানিপত্নী নীতা আম্বানি, পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম