Logo
Logo
×

বিনোদন

প্রকাশ্যে ক্ষমা চাইতেও দ্বিধা নেই জয়ের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম

প্রকাশ্যে ক্ষমা চাইতেও দ্বিধা নেই জয়ের

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত রাজনৈতিক স্যাটায়ার ‘৮৪০’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন শাহরিয়ার নাজিম জয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর তিনি কটাক্ষের শিকার হন। এজন্য সহকর্মীরা তাকে এড়িয়ে চলছেন, কাজও হারিয়েছেন।

তিনি অভিনয়, নির্মাণ ও উপস্থাপনায় নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন দুই দশকেরও বেশি সময় ধরে। তবে উপস্থাপনা দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন তিনি।

সব ছাপিয়ে তার বড় গুণটি হচ্ছে- তিনি নিজের ও অন্যের সম্পর্কে যা ভাবেন সেটি প্রকাশ করেন অকপটে। প্রয়োজনে প্রকাশ্যে ক্ষমা চাইতেও তিনি দ্বিধাবোধ করেন না।

জয় তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন- আমি প্রথম বলেছিলাম- অধিকাংশ শিল্পীদের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি চেয়েছি। ভুল কম বেশি সবাই করেছি, কিন্তু আপনারা কয়েকজন একদম থামলেনই না। কোনো শিল্পী বিপদে না পড়ুক এ কামনা রইল।

শুরু করেছিলেন টেলিভিশন নাটকের অভিনয় দিয়ে। সেখান থেকে ‘জীবনের গল্প’র মাধ্যমে চলচ্চিত্রে প্রথম কাজ করেন। পরে ‘এই যে দুনিয়া’, ‘গ্রাম-গঞ্জের পিরীত’, ‘পাষাণের প্রেম’ ছবিগুলোতে অভিনয় করেন তিনি। তারপর আসেন নির্মাণে, ‘প্রার্থনা’ সিনেমার নির্মাতা জয়। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম