এবার কলকাতায় ঋত্বিকের ওপর হামলা, প্রকাশ্যে পুরো রহস্য
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম
![এবার কলকাতায় ঋত্বিকের ওপর হামলা, প্রকাশ্যে পুরো রহস্য](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/Untitled-3-67a5ff3629a67.jpg)
বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার রেশ কাটতে না কাটতেই কলতাকায় ঘটে গেল অনুরূপ ঘটনা। এবার আততায়ী হানা দিল টালিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বাড়িতে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ খবর প্রকাশ করেছেন ঋত্বিক। জানিয়েছেন, এই ঘটনায় সুস্থ আছেন তিনি।
ঋত্বিক সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে জানান, তিনি বেলকনিতে বসে একটি বই পড়ছিলেন। এরপর তিনি পানি আনতে ওঠেন। সেই সময় তার সন্দেহ হয়, বেলকনির মাধ্যমে কেউ প্রবেশ করেছে। একপর্যায়ে, সেই ব্যক্তি তার মুখোমুখি হন। হঠাৎ তার সামনে এসে পড়ায় চমকে যান ঋত্বিক এবং স্বাভাবিকভাবেই তার গলা দিয়ে চিৎকার বেরিয়ে আসে।
অভিনেতা জানান, ওই আততায়ীর সঙ্গে তার হাতাহাতিও হয়। একপর্যায়ে সেই আততায়ী পালিয়ে যায় সেখান থেকে। তবে তার হাতে কোনো অস্ত্র ছিল না, তাই তাকে আঘাত করতে পারেনি।
পরে ঋত্বিক সিসিটিভি ফুটেজে ওই লোকটিকে দেখতে পান এবং সেই ভিডিও তিনি প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সিঁড়ি দিয়ে দ্রুত নেমে যাচ্ছেন, ঠিক যেমনটা ঘটেছিল সাইফ আলি খানের বাসায়। এরপর ওই ব্যক্তি ফিরে এসে ক্যামেরার সামনে একটি কাগজ তুলে ধরেন, যেখানে লেখা ছিল, এটি আসলে নতুন সিনেমা ‘পরিচয় গুপ্ত’র প্রচারণার জন্য একটি সাজানো ঘটনা।
আর এমন প্রচারণা অনলাইন জগতেও বেশ সাড়া ফেলেছে। সামনে মুক্তি পেতে চলেছে ঋত্বিক চক্রবর্তীর নতুন সিনেমা ‘পরিচয় গুপ্ত’। এই সিনেমা ঋত্বিক ছাড়াও আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বণিক, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রৌনক ভট্টাচার্য প্রমুখ।