Logo
Logo
×

বিনোদন

দুই বিবির লড়াইয়ে অংশ নিচ্ছেন স্বস্তিকা পাওলি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৩ পিএম

দুই বিবির লড়াইয়ে অংশ নিচ্ছেন স্বস্তিকা পাওলি

সমাজে পিছিয়ে পড়া দুই নারীর প্রতিকূল পরিবেশের মধ্যেও কীভাবে জীবনে ভালো থাকার রসদ খুঁজে নেওয়া যায়, তা নিয়েই নতুন সিনেমার পরিকল্পনা করেছেন পরিচালক অর্জুন দত্ত। আর এ নতুন সিনেমা নাম ‘বিবি পায়রা’। দ্রুতই শুটিং শুরু করবেন বলে জানালেন পরিচালক। আর সিনেমার অন্যতম আকর্ষণ হচ্ছে— প্রতিকূলতা আর দুই বিবির লড়াই। এতে অংশ নিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও পাওলি দাম। 

দেবীবরণ’ সিনেমায় বাপ্পি লাহিড়ীর সুরে ও আশা ভোঁসলের কণ্ঠে ‘বিবি পায়রা’ গানটি আজও বাঙালি মনে রেখেছেন। অর্জুনের ছবির সঙ্গে জনপ্রিয় এই গানের কি কোনো যোগসূত্র রয়েছে? এ প্রসঙ্গে পরিচালক বলেন, কোনো যোগসূত্র নেই। আমি দুজন বিবির গল্প বলতে চাইছি। তাই এই নামটাই আমার সঠিক মনে হয়েছে।

‘গুলদস্তা’ ও ‘শ্রীমতী’র পর স্বস্তিকার সঙ্গে অর্জুনের এটি তৃতীয় ছবি। অন্যদিকে এর আগে একটি হিন্দি অ্যান্থোলজি ছবিতে পাওলিকে পরিচালনা করেছিলেন অর্জুন। তবে এবার দুই অভিনেত্রীকে একসঙ্গে পাওয়ায় উচ্ছ্বসিত পরিচালক। অর্জুন বলেন, আমার কাজের সূত্রেই তারা আমার ওপর ভরসা রেখেছেন, সেটি জানি। তাই কোথাও দায়িত্ব বেড়েছে। আমি তাদের ভরসার মর্যাদা রাখার চেষ্টা করব।

এর আগে শহরকেন্দ্রিক গল্প দর্শকদের উপহার দিয়েছেন অর্জুন। তবে এই সিনেমার প্রেক্ষাপট হিসেবে তার দৃষ্টি পড়েছে শহর থেকে দূরের কোনো স্থানে। দুই নারীর জীবনের লড়াইয়ে জড়িয়ে পড়ে বাকি চরিত্রের লোকেরা। সেখান থেকে শেষ পর্যন্ত তারা বেরিয়ে আসতে পারবে কিনা, সেই প্রশ্ন সামনে রেখেই এগোবে সিনেমা। পরিচালক বলেন, আমার আগের সিনেমা থেকে এটি সম্পূর্ণ ভিন্ন। পরিচালক হিসেবে আমি ভিন্নধারার সিনেমা তৈরি করতে পছন্দ করি। আর এ সিনেমাতে কমেডির মোড়কে রূঢ় বাস্তবকে তুলে ধরার চেষ্টা করব।

সিনেমায় স্বস্তিকার স্বামীর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। অন্য চরিত্রে অভিনয় করছেন সুব্রত দত্ত, অনিন্দ্য সেনগুপ্ত, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, ভবানী মুখোপাধ্যায় প্রমুখ। 

পরিচালকের সঙ্গে চিত্রনাট্য লিখেছেন আশীর্বাদ মৈত্র। ক্যামেরায় সুপ্রতিম ভোল ও  সংগীতের দায়িত্বে সৌম্য ঋত। চলতি মাসের শেষ থেকেই ‘নন্দী মুভিজ’ প্রযোজিত সিনেমাটির শুটিং শুরু হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম