Logo
Logo
×

বিনোদন

আজ সেই ঘটনাবহুল ইত্যাদির পুনঃপ্রচার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৯ পিএম

আজ সেই ঘটনাবহুল ইত্যাদির পুনঃপ্রচার

ঘটনাবহুল ‘ইত্যাদি’র পুনঃপ্রচার হবে আজ শুক্রবার। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে অনুষ্ঠানটি। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় থাকছেন নন্দিত উপস্থাপক হানিফ সংকেত। 

৩১ জানুয়ারি বিটিভিতে প্রথমবার প্রচার হয়েছিল এ অনুষ্ঠান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবারের ইত্যাদির বিস্তারিত তথ্য জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ধারণ করা হয়েছে এবারের পর্ব। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ির সামনে নির্মাণ করা হয়েছিল মঞ্চ।

ইত্যাদির শুটিং ঘিরে ঠাকুরগাঁও জেলায় ছিল উৎসবের আমেজ। বিভিন্ন উপজেলাসহ পার্শ্ববর্তী জেলা পঞ্চগড় ও দিনাজপুর থেকেও দর্শক অংশ নেন এতে। অনুষ্ঠানকে ঘিরে বসেছিল জমজমাট মেলা। হরেক রকমের পণ্য সাজিয়ে বসেছিলেন দোকানিরা, সঙ্গে ছিল নাগরদোলা। বেলা তিনটা থেকেই আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে আসেন। 

তবে কিছুক্ষণের মধ্যে লোকে লোকারণ্য হয়ে পড়ে অনুষ্ঠানস্থল। এর বাইরে জড়ো হয়েছিলেন লাখের অধিক মানুষ। সেদিন বাঁধভাঙা জোয়ারের মতো অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েছিল দর্শকরা। এতে থেমে যায় শুটিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয় এসব দৃশ্য। 

পরে আবার শুরু হয় শুটিং। ধারণক্ষমতার চেয়ে লোক সমাগম বেশি হওয়ার অনেক দর্শক আশপাশের বিভিন্ন স্থাপনার ছাদ, রাস্তা, দেয়াল ও গাছে উঠে উপভোগ করেন শুটিং। 

শুটিং থেমে যাওয়া নিয়ে বিস্তারিত জানিয়েছিলেন বরেণ্য নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। তিনি বলেছিলেন, ‘আমরা অনুষ্ঠান শুরু করি সন্ধ্যা সাড়ে ছয়টায়। সাড়ে সাতটা কি আটটার সময় ঘটনার সূত্রপাত, যখন আমি মঞ্চে কথা বললাম, তখনই বিশৃঙ্খলা শুরু হয়। এরপর একটা নাচ করলাম। তারপর রবি চৌধুরী ও লিজার গানের অর্ধেকটা করলাম, তখন সেকেন্ড বিশৃঙ্খলা শুরু হয়। এক থেকে দেড় ঘণ্টা অনুষ্ঠানের দৃশ্যধারণ বন্ধ রেখে রাত সাড়ে ৯টা কি ১০টার দিকে আবার শুরু করি। ওইদিন রাত সাড়ে ১২টা পর্যন্ত শুটিং করেছি। 

তিনি বলেছিলেন, ঠাকুরগাঁওয়ের স্থানীয় লোকজন খুবই আন্তরিক। তারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। লজ্জিত হয়েছেন। তারা বলেছেন, ‘ঠাকুরগাঁওয়ের লোক ভালো’। তখন আমিও বলেছি, আমি তো বলিনি ঠাকুরগাঁওয়ের লোক খারাপ। ভালো বলেই তো শুটিং করতে এসেছি।

এ ইত্যাদিতে রয়েছে ঠাকুরগাঁওয়ের সন্তান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিশেষ সাক্ষাৎকার। অরাজনৈতিক সাক্ষাৎকারে ফখরুলের জীবনের অজানা তথ্য বেরিয়ে এসেছে। তিনি ছিলেন একজন কবি এবং নাট্যকার ছিলেন। অনুষ্ঠানে আবৃত্তি করেছেন কবিতা। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম