Logo
Logo
×

বিনোদন

৪৯ বছর আগের ছবি দিয়ে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা অমিতাভের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৭ পিএম

৪৯ বছর আগের ছবি দিয়ে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা অমিতাভের

ছবি: সংগৃহীত

অভিষেক বচ্চনের ৪৯তম জন্মদিন উপলক্ষ্যে ছেলের জন্মের প্রথম দিনের ছবি পোস্ট করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা শাহেনশাহ অমিতাভ বচ্চন। ঝড়ের গতিতে সময় চলে যাচ্ছে বলেও জানান বিগবি। 

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) অভিষেক বচ্চন ৪৯ বছর বয়সে পদার্পণ করলেন। অমিতাভ বচ্চন থেকে ঐশ্বর্য রাই বচ্চন— সবাই অভিষেককে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে অমিতাভের পোস্ট করা একটি ছবি দেখে রীতিমতো আবেগ তাড়িত হয়ে পড়লেন সবাই। অভিষেকের জন্মের প্রথম দিনের ছবি পোস্ট করতে দেখা গেল শাহেনশাহকে।

১৯৭৬ সালে অভিষেকের জন্মের পর অমিতাভ বচ্চন যখন প্রথম অভিষেককে দেখতে যান, ঠিক তখনই জনৈক কোনো ব্যক্তি অমিতাভের ছবি তুলেছিলেন। ছবিতে দেখা যাচ্ছে প্রসূতি ওয়ার্ডে সদ্যোজাত অভিষেককে দেখানো হচ্ছে পরিবারের সবাইকে। অমিতাভ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কয়েকজন নার্স ও পরিবারের কিছু মানুষ।

ছবিটি শেয়ার করে অমিতাভ লিখেছেন— অভিষেক ৪৯ বছরে পদার্পণ করল। ৫ ফেব্রুয়ারি ১৯৭৬, সময় খুব দ্রুত বয়ে যাচ্ছে। তিনি বলেন, কখনো কখনো অনেক কিছু শেয়ার করে নেওয়ার ইচ্ছে থাকে, যা কিছু স্পেশাল দিনেই সম্ভব। তাই এটি এমন একটি সময় যাকে তুমি মনে মনে লালন কর। ভীষণ ভীষণ স্পেশাল একটি মুহূর্ত।

অভিষেকের জন্মের ঠিক দুই বছর আগে শ্বেতার জন্ম হয়েছিল। অমিতাভ দুই সন্তানকে সময় দিতে না পারলেও ছেলেমেয়েদের সবসময় সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। অন্যদিকে সন্তানদের মানুষ করার জন্য নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে একা হাতে সংসার সামলেছেন জয়া বচ্চন।

প্রসঙ্গত, ২০০০ সালের ‘রিফিউজি’ সিনেমার হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেছিলেন অভিষেক। দীর্ঘ ২৫ বছরে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। বাবার মতো জনপ্রিয় হতে না পারলেও অভিষেক সবসময় চেষ্টা করেছেন সবার মন জয় করে নেওয়ার। গত বছর ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় অভিনয় করে সমালোচকদের কাছ থেকে প্রশংসাও কুড়িয়েছেন অভিষেক।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম