বলিউডের ‘দেশি গার্ল’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়া নতুন জীবন শুরু করতে চলেছেন। দিনটি অভিনেত্রীর কাছে অত্যন্ত আনন্দের। তাই তো ভাইয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য শশুর-শাশুরিকে নিয়ে মার্কিন মুলুক থেকে ভারতে উড়ে গিয়েছেন তিনি।
ভাইয়ের বিয়েতে যে অভিনেত্রী অনেক উচ্ছ্বসিত তা তার সাজগোজেও যেন বলে দিচ্ছিল।
এদিন স্ট্র্যাপের বিকিনি ব্লাউজের সঙ্গে শাড়ি পরে সবার নজর কাড়েন এ বলিউড অভিনেত্রী। ভাইয়ের বিয়ের আগের দিন সকালে অবশ্য শাড়ি পরেননি। পড়েছিলেন সালোয়ার কামিজ। সামুদ্রিক প্রবালের মতো লালচে গোলাপি আভার লম্বা ঝুলের ফুল স্লিভ কুর্তা। উজ্জ্বল রঙের কামিজে সাদা চিকন আর চুমকির সূক্ষ্ম আল্পনা লুকোচুরি। তার সঙ্গে একই রঙের সামান্য খাটো ঝুলের পাজামায় পুঁতির লেস। এক রঙা ওড়নাটি গলায় জরিয়ে নিয়েছিলেন তিনি।
ভারতীয় এক ফ্যাশন ব্র্যান্ডের ওই চুরিদারটির দাম ২৮ হাজার ৯৫০ টাকা। তবে তার সঙ্গে কাঁধে লুই ভিতোঁর যে ব্যাগ নিয়েছিলেন প্রিয়ঙ্কা তার দাম ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৮০ হাজার টাকা। খোলা চুল, চোখে সানগ্লাস, হাতে সোনার বালা, ঘড়ি আর পায়ে নাগড়া জুতা পড়ে হাতজোড় করলেন যখনই তখনি গাঢ় মেরুন ঠোঁটের ফাঁক দিয়ে ঝলক দিল মুক্তোর মতোন দাঁত।
ভারতীয়দেরে বিয়েতে অনেক রকম গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীতানুষ্ঠানসহ বহু রীতি-রেওয়াজ রয়েছে। মেহেন্দির অনুষ্ঠানে প্রিয়ঙ্কা পরেছিলেন একটি কাঁধ ছাড়া সাদা গাউন। সাদার উপর নানা রঙের সুতোর ফুলকারি নকশা। পা ছোঁয়া সেই গাউনের সঙ্গে সাজ হালকা রেখেছেন বরের বোন। গলায় শুধু একটি নেকলেস। আর হাতে মেহেন্দির নকশা।
বৃহস্পতিবার সকালে গায়ে হলুদের ছবি পোস্ট করেছেন প্রিয়ঙ্কা। অভিনেত্রীকে দেখা যায় সোনালি পাড়ের হলুদ রঙা একটি লেহঙ্গা পড়া অবস্থায়। তার সঙ্গে একই রঙের লম্বা ঝুলের টপ। হাতে হলুদ চুড়ি, কানে হলুদ চাঁদবালি ঝুমকো। বাঁধা চুলে চোখে সানগ্লাস পড়ে নাচছিলেন নায়িকা। সেই আনন্দঘন মুহূর্তের ফাঁকেই পরিবারের সদস্যদের সঙ্গে দাঁড়িয়ে পোজ দিলেন ক্যামেরায়।