
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ পিএম
ডিবি কার্যালয়ে মেহের আফরোজ শাওন

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৩ পিএম

আরও পড়ুন
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটকের পর সেখানে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
ডিএমপির মিডিয়া সেলের উপকমিশনার তালেবুর রহমান এক বার্তায় জানান, জিজ্ঞাসাবাদের জন্য শাওনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
এর আগে বিকালে জামালপুরে শাওনের গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ আলোচিত নাম মেহের আফরোজ শাওন। গত তিন দিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে চারটি পোস্ট করেছেন তিনি। সবগুলো পোস্টই সমালোচনামূলক।