Logo
Logo
×

বিনোদন

‘রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন শাওন’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৭ পিএম

‘রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন শাওন’

অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

কোন অভিযোগে শাওনকে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, শাওন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন।

আটকের পর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।  

এর আগে বিকালে জামালপুরে শাওনের গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ আলোচিত নাম মেহের আফরোজ শাওন। গত তিন দিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে চারটি পোস্ট করেছেন তিনি। সবগুলো পোস্টই সমালোচনামূলক। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম