জানা গেল আমির খানের নতুন প্রেমিকার পরিচয়
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম
![জানা গেল আমির খানের নতুন প্রেমিকার পরিচয়](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/06/Untitled-6-67a4c2867ca67.png)
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান আবারও প্রেমে পড়েছেন-এমন খবর বেশ কয়েকদিন ধরেই বলিপাড়ায় ঝড় তুলেছে। ৫৯ বছর বয়সেও কোন রমণীকে দেখে অভিনেতা প্রেমে পাগল হলেন? ভক্তদের মনে বার বার উঁকি দিচ্ছে এমন প্রশ্ন।
অবশেষে এবার জানা গেলো আমিরের নতুন প্রেমিকার নাম। পাশাপাশি জানা গেল তার বিস্তারিত কিছু তথ্যও।
এক প্রতিবেদনে পিংকভিলা জানিয়েছে, আমির খানের নতুন সঙ্গীর নাম গৌরি। তিনি বেঙ্গালুরুতে বসবাস করেন। যদিও বলিউডের সঙ্গে কোনো সম্পর্কই নেই এ নারীর।
প্রতিবেদনে বলা হয়, ওই নারীর সঙ্গে ডেট করছেন আমির খান। অভিনেতা ইতোমধ্যে তার পরিবারকে নতুন প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন এবং তাদের সেই সাক্ষাৎকার ভালোভাবেই সম্পন্ন হয়েছে। আমির এই সম্পর্কটি নিয়ে বেশ সিরিয়াস, তাই পরিবারকে এতে জড়িত করেছেন।
জানা গেছে, আমির খান তার নতুন সম্পর্কটি গোপন রাখতে চেয়েছেন এবং এখন পর্যন্ত কোনো অফিসিয়াল বিবৃতি দেননি। গুঞ্জন সত্যি হলে তার জীবনের এই নতুন অধ্যায়টি ভক্তদের জন্য চমকপ্রদ হতে যাচ্ছে।
পিংকভিলা এ বিষয়ে আমির খানের মন্তব্য জানার জন্য তার মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তবে এখনো সাড়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, আমির খান ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন। ছেলে জুনায়েদ খান ও মেয়ে ইরা খান এই দম্পতির সন্তান। তবে ২০০২ সালের ডিসেম্বরে তারা বিবাহবিচ্ছেদ পত্র জমা দেন এবং আলাদা হয়ে যান।
কয়েকবছর পর ২০০৫ সালে আমির কিরণ রাওকে বিয়ে করেন। এ দম্পত্তির ঘরে ২০১১ সালে ছেলে আজাদ রাও খান জন্মগ্রহণ করেন। তবে ২০২১ সালে আমির এবং কিরণ তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন।
আমির খান তার দুই সাবেক স্ত্রী- রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছেন। তাদের বিচ্ছেদের পরও তিনি সম্পর্কগুলো শ্রদ্ধার সঙ্গে পরিচালনা করেছেন এবং তাদের সঙ্গে শক্তিশালী বন্ধন বজায় রেখেছেন। তিনি তার তিন সন্তান—জুনায়েদ, ইরা এবং আজাদ—এর সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করেন, যাতে তারা তার পিতৃস্নেহ এবং সমর্থন অনুভব করতে পারে।
পেশাগত দিক থেকে আমির খানকে সর্বশেষ ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় দেখা গিয়েছিল। তবে দুর্ভাগ্যবশত সিনেমাটি বক্স অফিসে সাফল্য পায়নি। যে কারণে তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। তবে চলতি বছরে তিনি ‘সিতারে জমিন পার’ নামক সিনেমার মাধ্যমে কামব্যাক করতে যাচ্ছেন। এই সিনেমায় তাকে আবারও ‘তারে জমিন পার' অভিনেতা দর্শীল সাফরির সঙ্গে কাজ করতে দেখা যাবে।