Logo
Logo
×

বিনোদন

রূপ চর্চায় কী ব্যবহার করেন, জানালেন অভিনেতা নিজেই

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১১ পিএম

রূপ চর্চায় কী ব্যবহার করেন, জানালেন অভিনেতা নিজেই

ফাইল ছবি

কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) -১৬ তে শুরু হচ্ছে জুনিয়রদের পর্ব। যে পর্বের নাম রাখা হয়েছে কেবিসি জুনিয়র। যেখানে কিনা দেখা যাবে ৮-১৫ বছর বয়সি প্রতিযোগীদের। সাম্প্রতিক পর্বের জন্য তেমনই এক প্রতিযোগী হাজির হয়েছিল বিগ বির দরবারে।

সেই খুদে প্রতিযোগীর সঙ্গে সঞ্চালক অমিতাভ বচ্চনকে স্কিনকেয়ার (ত্বক চর্চা) নিয়ে কথা বলতে দেখা যায়। ওই প্রতিযোগী বিগ বিকে স্কিনকেয়ার ও স্টাইল সম্পর্কে প্রশ্ন করলে তিনি তার জবাব দেন। মঙ্গলবার ইনস্টাগ্রামে চ্য়ানেল কর্তৃপক্ষ অমিতাভ বচ্চন ও মেয়েটির কথোপকথনের একটি সংক্ষিপ্ত ক্লিপ পোস্ট করেছে।

ওই খুদে প্রতিযোগী বিগ বিকে বলেন, ‘ট্রেন্ডিং ক্লথ, অ্যাকসেসারিজ, স্কিনকেয়ার, মেকআপ, এসব নিয়ে আমি ভীষণই আগ্রহী। আপনার ফ্যাশন-স্টাইলও আমার খুব পছন্দ। আমার মনে হয় হয়, আপনাকে ব্রাইড কালারে ভালো লাগে। ম্যাজেন্ড, মভ, এই রংগুলিতে আপনাকে ভালো লাগে।’ 

ঠিক এরপরই অমিতাভ বলেন, ‘এই রংগুলিতে আমায় ভালোলাগে বুঝি! তবে তোমার এসবে এত আগ্রহ কীভাবে তৈরি হল?’ উত্তরে মেয়েটি বলেন, ‘স্কুলে বন্ধুরা আলোচনা করে, এই দেখে, এই সেলিব্রিটির ড্রেসটা কী সুন্দর!’  উত্তরে খানিকটা হতাশা সুরে অমিতাভ বলেন, ‘এতদূর পৌঁছে গেছে বিষয়টা! তুমি জানো, যে সেলিব্রিটি যেখানেই যাক না কেন, তাদের ছবি বেরিয়ে যায়। ওরা লেখে, এই যে ইনি এই জুতা পরেছেন, ড্রেস পরেছেন, কামিজ পরেছেন। এতে বড় সমস্যা হয়ে গিয়েছে আমাদের জন্য। আমরা কোথাও গেলে আগে ভাবতে থাকি, আরে গতবার গিয়েছিলাম, কোনটা বেশ পড়ে গিয়েছিলাম!’

এর পরই ওই খুদে বলে, ‘স্যার আপনার স্কিন এত ভালো আপনি কি স্কিনকেয়ার (ত্বকের যত্ন) করেন?’ অমিতাভ সাফ বলেন, ‘না আমি এসব করি না।’ উত্তরে বিস্মিত হয়ে স্কুল পড়ুয়া মেয়েটি প্রশ্ন করে, ‘আপনি ময়েশ্চারাইজারও লাগান না?’ তখন বিগ বি বলেন, ‘আমি এটার বানানই জানি না, তো লাগাব কীভাবে!

খুদে প্রতিযোগী বলেন, ‘আপনি ময়েশ্চারাইজার লাগাতে পারেন, রোলআপ করে, তাতে স্কিন টানটান হবে, ভালো থাকবে।’ শাহেনশা এরপর মজা করে বলেন, ‘দেখিয়ে জি, হাম পুরানো জমানে কে লোক হ্যায়, হামে ইয়েসবকি বারেমে মালুম নেহি। বচপন সে হাম কেয়া করতে হ্যায় বাতায়ে? কারু তেল লাগাতে হ্যায়, অউর কুছ নেহি। (দেখো আমরা পুরনো দিলেন মানুষ। আমরা এসব জানিও না। ছোট থেকে আমরা কী করি জানেন! সর্ষের তেল লাগাই আর কিছুই না।’ এরপর কথা বলতে বলতে নিজেই হেসে ফেলেন অমিতাভ।

ভিডিওটিতে অমিতাভকে ওই প্রতিযোগীর সামনে ১ কোটি রুপির প্রশ্ন রাখতে দেখা যায়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘এবি সে সওয়াল পুচতে পুচতে আ গয়ি হ্যায় ইয়ে কেবিসি জুনিয়র ১ কোটি টাকা! আগেকেয়া হোগা (এবি-কে প্রশ্ন করতে গিয়ে, এই কেবিসি জুনিয়র ১ কোটিতে পৌঁছে গিয়েছেন। এরপর কী হবে?’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম