Logo
Logo
×

বিনোদন

১৫ বছর পর সিনেমায় নাঈম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩ এএম

১৫ বছর পর সিনেমায় নাঈম

ছবি: সংগৃহীত

নাটকের অভিনেতা এফ এস নাঈম। সিনেমায়ও অভিনয় করেছেন। তবে ১৫ বছর আগে। ২০১০ সালে ‘জাগো’ নামে তার অভিনীত একটি সিনেমা মুক্তি পায়। এরপর কেটে গেছে দেড় দশক। অবশেষে আবারও সিনেমার পর্দায় আসছেন এ অভিনেতা। 

চলতি মাসেই ভালোবাসা দিবস উপলক্ষ্যে মুক্তি পাবে ‘জলে জ্বলে তারা’ নামে একটি সিনেমা। এতে অভিনয় করেছেন নাঈম। সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। 

এতে নাঈমের বিপরীতে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। এ সিনেমা প্রসঙ্গে নাঈম বলেন, ‘আমার কাছে মনে হয় না দর্শক থেকে বেশি দূরে ছিলাম। কেননা আমি সব শাখায় (নাটক ও ওটিটি কনটেন্ট) কাজ করছি। 

তবে প্রেক্ষাগৃহ থেকে একটু দূরে ছিলাম। দীর্ঘদিন পর আবারও আমার সিনেমা মুক্তি পাচ্ছে এটা অবশ্যই আমার জন্য ভিন্ন অনুভূতির। আশা করব, যে কজন মানুষ আমার সিনেমাটি দেখবেন, তারা যেন ভালো-মন্দ যাই লাগুক না কেন সেটা নিয়ে মন্তব্য করেন।’ 

অনুদানের সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে অনাগ্রহ দেখা যায়, এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমাদের দেশে এখনো অনেক সিনেমাপ্রেমী আছেন যারা দেশের সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে যান। সেই মানুষগুলোও যদি দেখেন তাহলেই আমাদের পরিশ্রম সার্থক। অনুদান বলেন আর যাই বলেন, কোনো শিল্পী বা নির্মাতা চান না তার সিনেমা খারাপ হোক। আমাদের দিক থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম