পাকিস্তানি পুরুষদের ৩ গুণে মুগ্ধ ভারতীয় অভিনেত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৮ পিএম
সম্প্রতি পাকিস্তান সফরে যান বলিউডের জনপ্রিয় রিয়্যালিটি শো তারকা ও অভিনত্রেী রাখি সাওয়ান্ত। সেখানে গিয়ে পরিচয় হয় পাকিস্তানি অভিনেতা দোদি খানের সঙ্গে। এরপর দেশে ফিরে রাখি জানান, দোদির সঙ্গেই নতুন সংসার পাততে চলেছেন তিনি। তবে এমন কথা অস্বীকার করে বসেন পাকিস্তানি এই অভিনেতা। তাতেই মন ভেঙে যায় রাখির।
রাখি জানান, দোদির খানের সঙ্গে তার পরিকল্পনা অনেক দূল চলে গিয়েছিল। বিয়ের পর কোথায় থাকবেন, কতগুলো বাচ্চা নেবেন সেসবের হিসাবও নাকি কষে ফেলেছিলেন তিনি।
সম্প্রতি একটি পডকাস্টে এসব কথা শেয়ার করেন তিনি।
অভিনেত্রী জানান, তার পরিকল্পনা ছিল দোদি খানের সঙ্গে ১২টি সন্তান নেওয়ার—ছয়টি পাকিস্তানে এবং ছয়টি ভারতের মধ্যে।
রাখি সাওয়ান্ত পাকিস্তানি পুরুষদের প্রশংসা করেছেন, বিশেষ করে স্ত্রীদের প্রতি তাদের আনুগত্য, যত্নশীল প্রকৃতি এবং নামাজের প্রতি তাদের নিষ্ঠার কারণে।
রাখি মনে করেন, দোদি খান এই গুণগুলো ধারণ করেন।
তিনি আরও বলেন, পাকিস্তানি এই অভিনেতার প্রতি গভীর আস্থা রয়েছে এবং তিনি নিশ্চিত যে, তিনি তাকে বিয়ে করবেন এবং শীঘ্রই দুবাইয়ে মিলিত হয়ে তাদের পরিকল্পনা চূড়ান্ত করবেন।
তিনি ভারতীয় নারী এবং পাকিস্তানি পুরুষের মধ্যে বিয়ের চ্যালেঞ্জর কথাও স্বীকার করেছেন। তবে তিনি উল্লেখ করেছেন যে, এমন সম্পর্ক অসম্ভব কিছু নয়। কারণ অনেক ভারতীয়-পাকিস্তানি দম্পতি দুবাইতে একসঙ্গে শান্তিতে বাস করছেন।
যদিও দোদি খানের একজন স্ত্রী রয়েছেন, তবুও রাখি সাওয়ান্ত তার দ্বিতীয় স্ত্রী হতে প্রস্তুত আছেন।
দোদি খানের প্রথম স্ত্রী তাদের বিয়েকে মেনে নিয়েছেন ও স্বাগত জানিয়েছেন বলেও মন্তব্য করেছেন রাখি।
রাখি সাওয়ান্ত আশা প্রকাশ করেছেন যে, তিনি দোদি খানের সঙ্গে একটি বড় পরিবার গড়ে তুলতে চান এবং তাদের সন্তানদের মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্থাপন করতে চান।