Logo
Logo
×

বিনোদন

কুবরা-গহরের বিয়েতে পাক তারকাদের মিলনমেলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৮ পিএম

কুবরা-গহরের বিয়েতে পাক তারকাদের মিলনমেলা

গুঞ্জন থেকে প্রেম, প্রেমে থেকে বিয়ের ঘোষণা। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসলো পাকিস্তানের জনপ্রিয় অভিনয়শিল্পী কুবরা খান এবং গহর রশিদের জীবনে। বিয়ের পিঁড়িতে বসলেন তারা। বর্ণালী এ আয়োজনে উপস্থিত হন পাকিস্তানি বিনোদন জগতের বহু নামিদামি তারকা।  

সম্প্রতি এই তারকা যুগল সবচেয়ে আলোচিত সেলিব্রিটিদের তালিকায় উঠে এসেছেন। এর শুরুটা হয় যখন ২০২৪ সালের শেষের দিকে তাদের আসন্ন বিয়ে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। এরপর তারা তাদের দীর্ঘদিনের জল্পনা-কল্পনার সম্পর্কের সত্যতা নিশ্চিত করেন।

গত মাসের শেষের দিকে কুবরা ও গহর একটি কৌতুকপূর্ণ ও হৃদয়গ্রাহী ভিডিও বার্তায় তাদের বিয়ের খবরটি ঘোষণা করেছিলেন। আর এখন তাদের বিয়ের উদযাপন শুরু হল।  অনলাইন জগতে জনপ্রিয় এই যুগল তাদের ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে সোমবার কুবরার বান্ধুবী মোমালের বাসায় উদযাপনে মেতে উঠেন। 

‘রাজ-এ-উলফাত’ খ্যাত অভিনেতা গহর তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেছেন।

অভিনেতা ছবির ক্যাপশনে লিখেছেন, মাশাআল্লাহ... বিশাল ভালোবাসা এবং আলিঙ্গন। 

পোস্টে তিনি মোমাল ও নাদের নওয়াজের প্রতি তাদের বিয়ের অনুষ্ঠানের ‘উষ্ণ শুরু’র জন্য ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করা ছবিগুলোতে কুবরা ও গহরকে সাদামাটা ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে। 

‘সাঙ্গ-এ-মাহ’ এর অভিনেত্রী কুবরা একটি হালকা সাদা রঙের লম্বা পোশাক পরেছিলেন, যা সূক্ষ্ম বহু রঙের অ্যাম্ব্রয়ডারির মাধ্যমে সজ্জিত ছিল, সঙ্গে ম্যাচিং দোপাট্টা ও প্লাজু এবং গহর শালসহ সবুজ পাঞ্জাবি ও পায়জামা পড়েছিলেন। 

অনুষ্ঠানে মোমাল ছাড়াও তার ভাই শেহজাদ শেখ ও তার স্ত্রী, অভিনেতা ও প্রযোজক আব্দুল্লাহ কাদওয়ানি এবং অভিনেতা আলী রেহমান খানও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি সামনে আসতেই ভক্তরা ও অন্যান্য অভিনয়শিল্পীরা শুভকামনা জানিয়ে এই নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, অভিনেতা গহর তার সহকর্মী ও বন্ধু উষনা শাহের শো’তে বলেছিলেন, তিনি আর সিঙ্গেল নন। এরপর থেকেই কুবরাকে ঘিরে অভিনেতার সম্পর্ক নিয়ে গুঞ্জনের সূচনা হয়।

কুবরা এবং গহর তাদের শেয়ার করা ছবি এবং উষ্ণ বন্ধুত্বের মাধ্যমে সম্পর্কটি সবসময়ই স্পষ্ট করেছিলেন; যা তাদের ভক্তরা অনেকদিন ধরেই লক্ষ্য করে প্রশংসা করেছেন।

এই তারকা যুগল একাধিক প্রকল্পে একসঙ্গে কাজ করেছেন, তবে ‘জান্নাত সে আগায়’ নাটকে একসঙ্গে দম্পতি হিসেবে অভিনয় করেছিলেন।

যদিও কিছু মানুষ তাদের সম্পর্ক নিয়ে নানা গুজব ছড়িয়েছিলেন, অনেকেই তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বকে চিরস্থায়ী বন্ধনে পরিণত হতে দেখতে চেয়েছিলেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম