আসছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোর’ নতুন কিস্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫০ পিএম
ভারতীয় জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র নতুন কিস্তি আসছে।
সোমবার লঞ্চ হয় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র তৃতীয় সিজনের প্রথম টিজার ভিডিও। অর্চনা পুরান সিং, কিকু শারদা, রাজীব ঠাকুর, এবং ক্রুষ্ণা অভিষেকসহ শো-র পুরো টিম অনুষ্ঠানে হাজির থেকে সেই টিজার লঞ্চ করেন।
এই অনুষ্ঠানে ভারতের কমেডিং কিং কপিল শর্মা আরও একবার স্পষ্ট করেন, কেন এই শো-র নামকরণ তার নামে করা হয়েছে। কেন তার অনুরাগীরা তাকে 'কমেডি কিং' বলে ডাকেন। এদিকে এদিন আরও একবার সুনীল গ্রোভারের সঙ্গে নিজের অতীতের ঝগড়া নিয়ে মজা করতেও ছাড়েননি কপিল শর্মা। যেকথায় সুনীল নিজেও হেসে ফেলেন।
এদিন টিজার লঞ্চ অনুষ্ঠানের শুরুতে কপিলের টিমের সকলে এসে পৌঁছে গেলেও সুনীল গ্রোভারের আসতে দেরি হয়। আর তখন টিমের সকলকে বন্ধু সুনীলের জন্য অপেক্ষা করতে বলেন কপিল শর্মা। এদিকে কপিল ও তার টিমকে ছবির জন্য পোজ দিতে অনুরোধ করে মিডিয়া কর্মীরা।
আর মজা করে তিনি তখন বলেন, টিম যদি সুনীল গ্রোভারকে ছাড়াই ছবিতে পোজ দেয় তাহলে আপনারা (মিডিয়া কর্মীরা) আবারও লিখবেন, সুনীল শো ছেড়ে চলে গেছেন।
প্রসঙ্গত, ২০১৭ সালে কপিল শর্মা ও সুনীল গ্রোভারের মধ্যে মনমালিন্য হয়। যার প্রভাব পড়েছিল কমেডি শোয়েও। যদিও দীর্ঘ ঝগড়ার পর তারা ফের পুরনো বিবাদ মিটিয়ে কাছাকাছি এসেছেন।
অনুরাগীরা বলেন, কপিল শর্মা ও সুনীল গ্রোভার জুটি এই অনুষ্ঠানের প্রাণ। কপিল শর্মা টাইমিং এবং কমেডিতে ওস্তাদ হলেও, যখনই শো চলাকালীন অভিনয়ের কথা আসে, তখন সুনীলের সেই জায়গা কেউ নিতে পারেননি।
জানা যায়, অস্ট্রেলিয়ায় শো করতে গিয়ে বিমানের মধ্যেই ঝামেলায় জড়িয়েছিলেন কপিল-সুনীল। সেই ঝগড়া এতটাই তিক্ত ছিল যে বহু বছর কপিল-সুনীল একে অপরের মুখ দেখেননি। তবে নেটফ্লিক্সের অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র মাধ্যমে বিবাদ ভুলে ফের একসঙ্গে কাজ করেছেন তারা।