‘আমি নায়িকা পপির স্বামী’, জানালেন সেই আলোচিত জাহাজ ব্যবসায়ী
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪২ পিএম
![‘আমি নায়িকা পপির স্বামী’, জানালেন সেই আলোচিত জাহাজ ব্যবসায়ী](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/04/Untitled-2-67a20b335b546.png)
বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি বিয়ে করেছেন-বছরখানেক আগে এমন সংবাদে ঢালিপাড়ায় বেশ শোরগোল পড়ে যায়। তবে যার সঙ্গে পপির নাম জড়ায় সে ব্যক্তি গণমাধ্যমে বিষয়টি অস্বীকার করার কারণে সেখানে ধামাচাপা পড়ে যায় বিষয়টি। এবার জানা গেল সেই ব্যক্তিই পপির স্বামী।
সেসময় জানা যায়, তার স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি একজন জাহাজ ব্যবসায়ী। দুই বছরের একটি পুত্রসন্তানও রয়েছে তার। ছেলেকে নিয়ে ধানমন্ডিতে থাকতেন পপি। স্বামীর পরিবার পপিকে তখনও মেনে নেয়নি বলে অনেকটা গৃহবন্দি সময় কাটাচ্ছিলেন তিনি।
তবে পপিকে বিয়ের তথ্য প্রকাশ্যে আসার পর সেসময় খবরটি মিথ্যা বলে দাবি করেন জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামাল।
তিনি বলেন, পপি আমাদের পারিবারিক বন্ধু। তাকে বিয়ের প্রশ্নই আসে না। একটা মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব ছড়াচ্ছে।
ব্যক্তিজীবনে এই ব্যবসায়ী বিবাহিত। তার তিনটি সন্তানও রয়েছে। পপির সঙ্গে বিয়ের খবর তার স্ত্রী উপভোগ করছেন বলেও মন্তব্য করেন আদনান উদ্দিন।
তিনি বলেন, পপির সঙ্গে বিয়ের খবরে আমাকে রীতিমতো ভাইরাল করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টা আমার স্ত্রীও বেশ উপভোগ করছে।
তবে অভিনেত্রীকে বিয়ের খবর এভাবে হেসে উড়িয়ে দিলেও বছরখানেক পার হতেই সেই কামালের পাশেই দেখা মিলল পপির। শুধু স্বামী নয়, অভিনেত্রীর ৪ বছরের সন্তানেরও দেখা মিলেছে।
সোমবার (৩ জানুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছোট বোন ফিরোজা পারভীন। সেই জিডির সূত্র ধরেই পপির স্বামী-সন্তানের খোঁজ মিলেছে।
জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি নিজ দখলে নিতে স্বামী ও তার সাঙ্গপাঙ্গসহ সোমবার বেলা সাড়ে ১২টায় সোনাডাঙ্গার শিববাড়িতে জড়ো হন তারা। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।
জানা যায়, সোমবার যখন পপি কিছু লোক নিয়ে সেই বাড়িতে যান সেখানে ছিলেন জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালও। এসময় সাংবাদিকরা আদনান উদ্দিন কামালের কাছে তার পরিচয় জানতে চাইলে, তিনি নিজেকে পপির স্বামী হিসেবে পরিচয় দেন।
জানা গেছে, ব্যবসায়ী আদনান উদ্দিন কামাল ও পপির সংসারে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে, নাম আয়াত। বর্তমানে পপি খুলনায় স্বামীর সঙ্গে বসবাস করছেন, যদিও তিনি মাঝেমধ্যে ঢাকায়ও আসেন।
সম্প্রতি গণমাধ্যমের হাতে স্বামী-সন্তানের সঙ্গে পপির কিছু ছবি এসেছে। যার একটিতে নায়িকাকে স্বামী ও ছেলের সঙ্গে কেক কাটতে দেখা যায়। এটি তাদের সন্তান আয়াতের জন্মদিনের ছবি।