Logo
Logo
×

বিনোদন

উদিত কাণ্ডে এবার মুখ খুললেন অভিজিৎ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৭ পিএম

উদিত কাণ্ডে এবার মুখ খুললেন অভিজিৎ

উদিত নারায়ণের চুম্বন কাণ্ডে ভারতের বিনোদন জগতে বর্তমানে ঝড় বইছে। সম্প্রতি মঞ্চে পারফর্ম করার সময় এক নারীর ঠোঁটে চুম্বন করেন গায়ক। সেই দৃশ্যের ঝলক সমাজমাধ্যমে প্রকাশ পেতেই নিন্দার ঝড়। ঘটনা নিয়ে এবার মুখ খুললেন উদিতের বন্ধু গায়ক অভিজিৎ ভট্টাচার্য। সম্প্রতি তিনি মহাত্মা গান্ধী থেকে শাহরুখ খান-সকলকেই নানা বিষয়ে কটাক্ষ করেছেন। কিন্তু উদিতের কাণ্ড দেখে তাকে ‘খিলাড়ি’ তকমা দিলেন অভিজিৎ।

অভিজিৎ সমাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। একাধিক মঞ্চে একসঙ্গে উদিত ও অভিজিৎ গান গেয়েছেন। এই জুটির অন্যতম জনপ্রিয় গান ‘ম্যায় খিলাড়ি, তু আনাড়ি’। গায়কের পোস্ট করা ভিডিও দেখা যাচ্ছে, বিভিন্ন মঞ্চে একসঙ্গে গান গাইছেন অভিজিৎ ও উদিত। মাঝেমধ্যে খুঁনসুটি করছেন তারা। আবহে বাজছে সেই একই গান। তাই ভিডিওর ক্যাপশনেও অভিজিৎ লিখেছেন, ‘ইয়ে খিলাড়ি, ম্যায় আনাড়ি। আমার খেলোয়াড় বন্ধু।’ 

এই পোস্ট দেখা মাত্র নিন্দকদের কটাক্ষ ধেয়ে এসেছে অভিজিতের দিকে। তাদের দাবি, অনুমতি না পেয়ে এক নারীর সঙ্গে এমন ব্যবহার সমর্থন করছেন অভিজিৎ। এমন একটি ঘটনা নিয়ে রসিকতা গ্রহণ করতে তারা নারাজ।

সম্প্রতি ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ ‘টিপ টিপ বরসা পানি’-তে পারফর্ম করার সময় একজন নারী ভক্ত প্রথমে সেলফি তুলতে এগিয়ে আসেন। এর পরই তিনি উদিত নারায়ণের গালে চুম্বন করেন। তার পর উদিত নারায়ণও ওই অনুরাগীর গালে পালটা চুম্বন এঁকে দেন। তারপর একে একে অনেক নারী ভক্ত গায়কের সঙ্গে সেলফি তুলতে আসেন এবং তাদের সবাইকেই চুম্বন করেন তিনি। 

এখানেই শেষ নয়, আচমকা এক ভক্তের ঠোঁটেও চুম্বন করেন গায়ক। যে ভিডিও রীতিমতো ভাইরাল। শিল্পী যে জনসমক্ষে এমন কাজ করতে পারেন, সেটা ভাবতেই পারছেন না অনেক নেটিজেন।

বিষয়টি নিয়ে এইচটি সিটি-কে উদিত নারায়ণ বলেন, আমি ভদ্র মানুষ, আমার পরিবারও ভদ্র। ভক্তরা যখন সামনে এসে তাদের ভালোবাসার কথা জানান, তখন কি তাদের ফিরিয়ে দেওয়া যায়?

গায়ক আরও বলেন, ভিড়ের মাঝে বহু মানুষ ছুঁটে আসেন। সেই সময় আমার দেহরক্ষীরাও উপস্থিত ছিলেন। ভক্তরা দেখা করার সুযোগ পান, তাই কেউ হাত বাড়িয়ে দেন, কেউ আবার হাতে চুম্বন করেন। এ সবই তাদের উচ্ছ্বাস। এ বিষয়টিকে ভিন্নভাবে দেখা উচিত নয়।

সেই সঙ্গে এই বিতর্কের পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন উদিত নারায়ণ। 

তিনি বলেন, আমার পরিবারের ভাবমূর্তি এমনই যে, লোকজন চান বিতর্ক হোক। আদিত্য (গায়কের ছেলে) সব কিছুতেই চুপ থাকেন এবং কোনো বিতর্কে পা দেন না। আমি যখন মঞ্চে গান গাই, উচ্ছ্বসিত হয়ে যাই। ভক্তরা আমাকে ভালোবাসেন। আমি মনে করি, তারা এতটুকুতেই খুশি। আমরা সেই রকম মানুষ নই। আমাদেরও তো ভক্তদের খুশি করতে হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম