Logo
Logo
×

বিনোদন

হঠাৎ বদলে গেল শাহরুখ সালমান ও আমিরের মুখের বলিরেখা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৩ পিএম

হঠাৎ বদলে গেল শাহরুখ সালমান ও আমিরের মুখের বলিরেখা

ছবি: সংগৃহীত

বলিউডের মহাতারকারা এখন সবাই কমবেশি ষাটের কাছাকাছি। এর পরও দিব্যি তরুণ যুবকের চরিত্রে মানানসই অভিনয় করে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান, ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান, মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান, হৃতিক রোশনরা। লোকে বলে তারকাদের নাকি বয়স বাড়ে না। তারা বয়স ধরে রাখতে জানেন। আসলে কি তাই? তবে যে যাই বলুক— কালের নিয়মে বয়সে ছাপ পড়তে বাধ্য।

সামাজিক মাধ্যমে এবার বলিতারকাদের এমন সব ছবি ভাইরাল হলো তা দেখে ভক্ত-অনুরাগীরাও অবাক। টাক মাথায় আমির খান। মুখে বলিরেখা ভর্তি শাহরুখ খান এবং পাকা চুল মাথায় ও কুঁচকে যাওয়া চামড়ায়  আর পেশিবহুল আদুল গায়ে সালমান।— এমনটি হলো কীভাবে?

রাতারাতি এই ভোলবদল তারকাদের কোনো ছবির প্রয়োজনে নয়। আসলে গোটাটাই বানানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই)  দিয়ে। গত ৩০ জানুয়ারি জোসেফ নামে একজন শিল্পী এআইয়ের সাহায্যে তারকাদের এমন বয়স্ক ছবি তৈরি করেছেন। সেটি সামাজিক মাধ্যমে পোস্ট করতেই নিমেষেই ভাইরাল হয় সেই ছবি, যেখানে আমির খান, সালমান-শাহরুখ থেকে হৃতিক-প্রভাসকে দেখা যাচ্ছে তাদের বার্ধক্যে। বাদ পড়েননি অভিনেত্রীরাও। 

প্রযুক্তি যতই এগোচ্ছে, ততই আসল ছবির জায়গায় এআই দিয়ে বানানো ছবি ঘুরছে সামাজিক মাধ্যমের পাতায়। প্রযুক্তিগত বিদ্যা যাদের আছে, তারা সহজেই নকল ছবি চিনে ফেলতে পারেন। কিন্তু অনেক সময়, সবার পক্ষে আসল আর নকলের তফাত বোঝা সম্ভব হয় না। যদি এআই নির্মিত ছবি খুব নিখুঁত হয়, তা হলে চেনা প্রায় অসম্ভব। কিন্তু এমন কিছু কৌশল আছে, যাতে এমন ছবি চিহ্নিত করা যায় সহজে। যদিও এই ছবি গুলো দেখে এক ঝলকে অনুরাগীরা ধরে ফেলেন এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো। ছবি দেখে নেটাগরিকেরা প্রায় সবাই বলেছেন— তারকাদের বয়স বাড়তে পারে না। তারকারা আজ আছেন তো কাল নেই, কিন্তু স্টারডাম রয়ে যায়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম