বাজে ইঙ্গিতে ফাতিমা সানাকে প্রযোজক বলেছিলেন, ‘সব করতে রাজি?’
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম
![বাজে ইঙ্গিতে ফাতিমা সানাকে প্রযোজক বলেছিলেন, ‘সব করতে রাজি?’](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/01/28/32-6798aa7b89bdb.jpg)
ছবি: সংগৃহীত
কাস্টিং কাউচ অর্থাৎ কাজের প্রলোভনে একজনের কাছে যৌন সুবিধা চাওয়ার ঘটনা বলিউড টালিউডে অহরহ। এমন হীন ঘটনার মুখোমুখি হয়েছিলেন ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা সানা শেখও। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানা কাস্টিং কাউচের অভিযোগ আনেন।
ভারতের তারকা এই অভিনেত্রী এক সাংবাদিককে জানান শুরুর দিকে যখন
তিনি ইন্ড্রাস্ট্রিতে আসছিলেন তখন একজন এজেন্টের সঙ্গে ফোনে কথা বলার সময় অস্বস্তিদায়ক
অফার শুনেছিলেন। সানা বলেছেন, ‘উনি
আমাকে বলেছিলেন, আপনি সবকিছু করতে রাজি তো? শুনে আমি বলেছিলাম, অবশ্যই। চরিত্র ফুটিয়ে
তুলতে কঠোর পরিশ্রম করব। কিন্তু উনি সেদিকে না গিয়ে কেবল ইঙ্গিতপূর্ণ কথাই বলে চললেন।
একটা সময় পর আমি নির্বাক হয়ে গিয়ে কেবল লক্ষ করছিলাম মানুষ কতটা নিচে নামতে পারে!’
ভারতের হায়দরাবাদে এক প্রযোজকের সঙ্গে কথোপথনের অভিজ্ঞতাও শেয়ার
করেছেন ফাতিমা। তার কথায়, ‘ওই
প্রযোজক আমাকে বলছিলেন, তুমি তো জানোই তোমাকে লোকের সঙ্গে মেলামেশা করতে হবে। সরাসরি
বলতেন না। কিন্তু ঘুরিয়ে নানা প্রস্তাব দেওয়া হত। মেলামেশা করতে হবে, এটা-ওটা করতে
হবে এই সব।’
২০১৫ সালে ফাতিমা একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু তারপর
থেকে আর কোনও দক্ষিণী ছবিতে দেখা যায়নি। শিশুশিল্পী হিসেবেও কাজ করেছিলেন ফাতিমা। বলিউডে
তার প্রথম ছবি ‘দঙ্গল’।
সেই ছবিতে প্রশংসা পান অভিনেত্রী। এরপরে ‘লুডো’,
‘অজীব দাস্তাঁ’, ‘ধক ধক’-এর মতো ছবিতে অভিনয় করেছেন
তিনি।