Logo
Logo
×

বিনোদন

একের পর এক বিতর্ক নিয়ে যা বললেন উর্বশী রাউতেলা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৪:০৭ পিএম

একের পর এক বিতর্ক নিয়ে যা বললেন উর্বশী রাউতেলা

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী উর্বশী রাউতেলার জীবনে একের পর এক বিতর্ক লেগেই রয়েছে। কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে অভিনেত্রীর ছবি ‘ডাকু মহারাজ’। সেই ছবিতে ৬৪ বছরের অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে জুটি বাঁধায় অভিনেত্রীর দিকে ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। এরপরেই অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় উর্বশীর মন্তব্য নিয়েও কম বিতর্ক হয়নি। এরই মধ্যে অভিনেত্রীর জীবনে আরও বড় বিপদ। হাসপাতালের বেডে শুয়ে আছেন তার মা মীরা রাউতেলা।

সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে নিয়েছেন উর্বশী রাউতেলা। সেই ছবি দেখেই বোঝা যাচ্ছে— তার মা মীরা রাউতেলা অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। তাকে জড়িয়ে রয়েছেন অভিনেত্রী। 

উর্বশীর মায়ের হাতে জাতীয় পতাকা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যেই হাতে জাতীয় পতাকা নিয়ে ছবি তুলেছেন তারা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— দয়া করে আমার মায়ের জন্য প্রার্থনা করুন। অভিনেত্রীর পোস্টে তার ভক্ত-অনুরাগীরা মীরা রাউতেলার আরোগ্য কামনা করেছেন।

এর আগে সাইফের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, সাইফের ওপর হামলা হয়েছিল মধ্যরাতে। তার পরের দিন সকাল হতে না হতেই তাকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। ততক্ষণে গোটা বিষয়টি তিনি নাকি হজমই করে উঠতে পারেননি। 

উর্বশী বলেন, কী উত্তর দিচ্ছি, সেটি নিয়ে সত্যিই আমার আরও সতর্ক থাকা উচিত ছিল। আমাকে এটা মেনে নিতেই হবে— আরও ভেবেচিন্তে উত্তর দেওয়া উচিত ছিল। তার ওপর ভোর ৪টার ঘটনা নিয়ে সকাল ৮টার সময় আমাকে প্রশ্ন করা হয়।

তিনি বলেন, আমি সেই ভাবে কিছুই জানতাম না। এটুকুই মনে আছে, সেদিন ঘুম থেকে ওঠার পর শুনি— তিনি (সইফ) আহত হয়েছেন। গোটা ঘটনার গুরুত্ব তখনো জানতাম না। ওর সঙ্গে ঠিক কী ঘটে গেছে, আমি তখনো পুরো বিষয়টি জানিই না।

উর্বশী বলেন, তার ছবি ‘ডাকু মহারাজ’ কেন্দ্র করেই ওই সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়েছিল। তাই বারবার ছবি নিয়ে কথা বলছিলেন তিনি। বাবা-মায়ের দেওয়া সেই উপহার নিয়েও ফের কথা বলেন। তিনি বলেন, বাবা-মাকে আমি খুব ভালোবাসি। মনে হয় ওরাই আমার ভগবান। তাই একটু বেশিই উত্তেজিত ছিলাম ওদের থেকে উপহার পেয়ে। 

অভিনেত্রী বলেন, নিজের জিনিস নিয়ে বড়াই করার জন্য আমি সেদিন কিছু বলিনি। তেমন হলে ওই ছোট্ট ঘড়িটা দেখাতামই না।

এ ছাড়া ‘ডাকু মহারাজ’ ছবিতে নন্দমুরির সঙ্গে তার ‘দাবিডি দিবিডি’ গানটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। কিন্তু নেটিজেনদের একাংশের দাবি— এই নাচ নাকি অত্যন্ত অশালীন। এ ছাড়া নন্দমুরির সঙ্গে বয়সের ফারাক নিয়েও প্রশ্ন উঠেছে অভিনেত্রীর দিকে।

আবার মাঝে মধ্যে এমন সব জবাব দিচ্ছেন, তা নিয়ে হাসির রোল পড়ে যায় নেটদুনিয়ায়। তবে এসবে কান দিচ্ছেন না উর্বশী। তিনি তার মতোই রয়েছেন। সম্প্রতি ক্রিকেটার ঋষভ পান্তের সঙ্গে প্রেমের গুঞ্জনে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে উর্বশী বলেন, এ মুহূর্তে বিয়ে করার সম্ভাবনাই নেই। আগামী আড়াই বছর বিয়ে করতে পারব না। কারণ আমার 'কাটনি যোগ' চলছে। সেই কারণে এখন বিয়ে নিয়ে ভাবছি না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম