Logo
Logo
×

বিনোদন

সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘বিলডাকিনি’ মুক্তি পাচ্ছে না

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:১০ এএম

সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘বিলডাকিনি’ মুক্তি পাচ্ছে না

ফাইল ছবি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ‘বিলডাকিনি’ ছবিটি আজ সারা দেশে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ছবিটি প্রচারের মাঝপথেই হঠাৎ থমকে গেল। টালিউডের শক্তিমান অভিনেতা মোশাররফ করিম ও পার্নো মিত্র অভিনীত ছবিটি তাই আজ মুক্তি পাচ্ছে না।

গত ১০ জানুয়ারি ছবিটির প্রথম পোস্টার উন্মোচন করেন অভিনেতা মোশাররফ করিম। নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনি অবলম্বনে নির্মাণ করা হয়েছে ‘বিলডাকিনি’।

এর আগে সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘বিলডাকিনি’ ২৪ জুলাই মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। এটি নিশ্চিত করেছিলেন নির্মাতা ফজলুল কবীর তুহিন। কিন্তু হঠাৎ করে তিনি ঘোষণা করলেন, অনিবার্য কারণবশত আমরা ছবিটি মুক্তি দিতে পারছি না। দর্শকদের কাছে আমরা বিনীতভাবে ক্ষমাপ্রার্থী। তবে আশা করছি আসন্ন কোনো একটি উৎসব কেন্দ্র করে মুক্তি পাবে ‘বিলডাকিনি’।

‘বিলডাকিনি’ ছবিটিতে মোশাররফ করিম ও পার্নো মিত্র ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম