Logo
Logo
×

বিনোদন

সম্মানী ইস্যুতে ‘রঙ্গনার’ শুটিং করছেন না শাবনূর, নাকি অন্যকিছু?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১০:১৫ পিএম

সম্মানী ইস্যুতে ‘রঙ্গনার’ শুটিং করছেন না শাবনূর, নাকি অন্যকিছু?

শাবনূর

দীর্ঘদিন ধরেই অভিনয় জগতে নেই চিত্রনায়িকা শাবনূর। পরিবার নিয়ে থাকছেন অস্ট্রেলিয়ায়। গতবছর ফিরেছিলেন অভিনয়ে। ‘রঙ্গনা’ নামের একটি সিনেমা করছিলেন তিনি। এতে করেছিলেন দ্বৈত চরিত্রে অভিনয়। তবে সিনেমাটির কাজ এখনও শেষ হয়নি। কবে নাগাদ শেষ হবে তাও সঠিকভাবে বলতে পারছেন না পরিচালক। তার দাবি, শাবনূর দেশে ফিরলেই শেষ হবে শুটিং।

রঙ্গনা সিনেমাটি পরিচালনা করছেন আরাফাত হোসাইন। গত বছরের এপ্রিলে সিনেমাটির শুটিং শুরু হয়। পুরান ঢাকা, পুবাইল, টঙ্গী, উত্তরা ও ঢাকার বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। মে মাসে সিনেমার শুটিং করে সিডনিতে ফিরে গেছেন শাবনূর। এরপর কেটে গেছে ৯ মাসেরও বেশি সময়।

গত ৮ আগস্ট থেকে রঙ্গনার বাকি অংশের শুটিং হওয়ার কথা ছিল। তবে দেশের পরিস্থিতির কারণে সেসময় দেশেই ফিরতে পারেননি শাবনূর। এরপর রঙ্গনার দ্বিতীয় ধাপের শুটিং ডিসেম্বরে শুরু করার কথাও জানিয়েছিলেন আরাফাত। সেটাও হয়নি। শাবনূর আসেননি দেশে।

এর মধ্যে গুজব রটেছে, সম্মানীর কারণে নতুন করে শিডিউল দিচ্ছেন না শাবনূর। তবে পরিচালক গুঞ্জন উড়িয়ে দিলেন। জানালেন, ‘কেউ কেউ বলার চেষ্টা করছেন, রঙ্গনার শুটিং আর হচ্ছে না। এটা পুরোপুরি অবাস্তব কথা। কেন জানিনা অনেকে নেতিবাচক আচরণ করছেন সিনেমাটি নিয়ে। সামাজিক মাধ্যমে আজেবাজে মন্তব্য ছড়াচ্ছে। ভুল তথ্য দিচ্ছে।’ অনুরোধ করে আরাফাত বলেন, ‘গুজবে কান দেবেন না। নতুন পরিকল্পনা অনুযায়ী অবশ্যই আমাদের শুটিং হবে।’

শুটিং কবে শুরু হবে এই তথ্য জানিয়ে আরাফাত বলেন, সেটি অনিশ্চিত। যখন শাবনূর আপা দেশে আসবেন তখনই শুটিং হবে। তবে, সেই সময়টি এখনই প্রকাশ করতে চাই না আমি। কারণ, শুটিং শিডিউল প্রকাশ হলে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম