Logo
Logo
×

বিনোদন

বিবাহবার্ষিকীতে স্বামীকে প্রকাশ্যে আনলেন তমালিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৮:৩৭ পিএম

বিবাহবার্ষিকীতে স্বামীকে প্রকাশ্যে আনলেন তমালিকা

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অভিনেত্রী ও মডেল তমালিকা কর্মকার। এর মধ্যে কয়েকবার এসেছেন দেশেও। গুঞ্জন ছিল তমালিকা যুক্তরাষ্ট্রে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে এই বিষয়টি এতদিন নিশ্চিত করেননি অভিনেত্রী।

অবশেষে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন তমালিকা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে নিজের স্বামীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তবে কবে, কখন, কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এ বিষয়ে কিছুই বলেননি।

সোমবার (২০ জানুয়ারি) স্বামীর একটি ছবি পোস্ট করে তমালিকা ক্যাপশনে লেখেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’। ছবিতে স্বামীর বাহুডোরে দেখা যায় তমালিকাকে।

জানা গেছে, অনেকদিন আগেই বিয়ে করেছেন তমালিকা ও প্রভীন। অভিনেত্রীর খুব কাছের মানুষেরা এ বিষয়ে জানতেন। 

যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয়। এরপর তারা দুজন প্রেমের সম্পর্কে জড়ান ও বিয়ের সিদ্ধান্ত নেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম