Logo
Logo
×

বিনোদন

পরিচালকের কুপ্রস্তাব প্রকাশ্যে আনলেন উপাসনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:৫১ পিএম

পরিচালকের কুপ্রস্তাব প্রকাশ্যে আনলেন উপাসনা

ছবি: সংগৃহীত

প্রথম সারির এক দক্ষিণী পরিচালকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী  উপাসনা সিং। নেপথ্যে সেই ‘কাস্টিং কাউচ’-এর দুর্ভোগ। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালকের নাম উল্লেখ না করে ঘটনার কথা জানালেন অভিনেত্রী। ছবিতে অনিল কাপুরের বিপরীতে তাকে নিয়েছিলেন সেই পরিচালক। অভিনেত্রী যখনই পরিচালকের অফিসে যেতেন, মা অথবা বোনকে সঙ্গে নিয়ে যেতেন। একদিন সেই পরিচালক তাকে জিজ্ঞেস করে বসেন— কেন তিনি সবসময় তাদের সঙ্গে করে নিয়ে যান?

একদিন রাত সাড়ে ১১টা নাগাদ সেই পরিচালক উপাসনাকে ফোন করে জানান, ছবিসংক্রান্ত আলোচনার জন্য তার হোটেলে যেতে হবে। জবাবে অভিনেত্রী বলেন, আমি পরের দিন ছবির গল্প শুনে নেব। অভিনেত্রীর কাছে হোটেলে যাওয়ার জন্য গাড়ি ছিল না সেই সময়। তারপর পরিচালক তাকে প্রশ্ন করেন— আলোচনা মানে আমি কী বলছি বুঝতে পারছ না তুমি?

এ কথা শুনে মেজাজ গরম হয়ে যায় উপাসনার। পর দিন সকালে পরিচালকের বান্দ্রার অফিসে সটান হাজির তিনি। সেই সময় তিন-চারজনের সঙ্গে বৈঠক করছিলেন পরিচালক। তার সচিব অভিনেত্রীকে বাইরে অপেক্ষা করতে বললেন, কিন্তু অভিনেত্রী সেসবের তোয়াক্কা না করে সটান প্রবেশ করেন বৈঠক ঘরে। 'সবার সামনে পাঁচ মিনিট ধরে পাঞ্জাবি ভাষায় গালাগাল করেছিলাম পরিচালককে', বললেন অভিনেত্রী। 

তিনি আরও বলেন, আমার মনে পড়ে সেসব বলার পর যখন অফিস থেকে বেরোচ্ছি, তখন ভাবলাম আমি তো অনেককে বলে দিয়েছি অনিলের সঙ্গে ছবি করছি। ফুটপাথ দিয়ে হেঁটে ফেরার সময় কান্না চেপে রাখতে পারছিলাম না।

এর পর টানা সাত দিন নিজেকে গৃহবন্দি রেখেছিলেন অভিনেত্রী। সারাক্ষণ চোখের পানি ফেলতেন আর ভাবতেন লোকজনকে কী বলবেন। কিন্তু সেই সাত দিনই তার কাছে ঘুরে দাঁড়ানোর ভিত হয়ে ওঠে। তবে অভিনেত্রীর মা সবসময় মেয়ের পাশে ছিলেন। মায়ের কথা ভেবেই সেই ঘটনার পর ইন্ডাস্ট্রিতে থেকে যান অভিনেত্রী।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম