Logo
Logo
×

বিনোদন

প্রথমবারের মতো একক কনসার্টে হাজির সহজিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১০:১৫ পিএম

প্রথমবারের মতো একক কনসার্টে হাজির সহজিয়া

দীর্ঘ ১২ বছরে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আয়োজক সংগঠন ও প্রতিষ্ঠানের আমন্ত্রণে গান গাওয়া হলেও প্রথমবার একক কনসার্টে হাজির হচ্ছে ব্যান্ড সহজিয়া। কনসার্টের শিরোনাম ‘ধ্যান’। আগামী ১০ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে।

সহজিয়া ব্যান্ডের কাছে সংগীত প্রার্থনার মতো। ব্যান্ডের জন্ম লগ্ন ২০১১ সাল থেকেই শব্দ এবং সুরে সেই মগ্নতা রাখার চেষ্টা করে এসেছে। দুটো অ্যালবাম ‘রং মিস্ত্রি’ এবং ঘোড়া’সহ প্রকাশিত আরও কিছু একক গান মিলিয়ে ব্যান্ডের মোট গান সংখ্যা ২০ এর অধিক।  

দলটি বৃহস্পতিবার (২ ডিসেম্বর) কনসার্ট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলন করে। সেখান থেকে জানানো হয়েছে, যারা সহজিয়া ব্যান্ডকে পুরোপুরি এক্সপেরিয়েন্স করতে চায় তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। প্রকাশিত প্রায় সবগুলো গানই এই কনসার্টে পারফর্ম করবে তারা। অন্যান্য কনসার্টে সবগুলো গান একসঙ্গে করবার সুযোগ হয়ে ওঠে না। ধ্যান শিরোনামের এই কনসার্টে নিজেদের মিউজিক্যাল জার্নির যে আধ্যাত্মিক অনুভূতি সেটাকেই শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিতে চাচ্ছে ব্যান্ডটি।

তাছাড়া কনসার্টের দিন সহজিয়ার নতুন একটি গান ‘অভিনয়’ প্রকাশিত হতে যাচ্ছে। কনসার্টের ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ‘ইভেন্টহোলিক’। টিকেট পাওয়া যাচ্ছে গেট সেট রক এর ওয়েবসাইটে এবং অ্যাকোস্টিকা, হেভী মেটাল টি-শার্ট এর ঢাকার সবগুলো শাখায়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম