Logo
Logo
×

বিনোদন

যে কারণে বলিউডে এসে বদলে গেলেন ঐশ্বরিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ পিএম

যে কারণে বলিউডে এসে বদলে গেলেন ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া রাই বচ্চন।

বলিউডে অভিষেকের আগেই বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই সময়ে নাকি একেবারেই অন্য রকম ছিলেন ঐশ্বরিয়া। বিশ্বসুন্দরী খেতাব জেতার পরেই বদলে যান তিনি। এরপর বলিউডে একের পর এক ছবি উপহার দেন দর্শকদের। দুই সময়ের ঐশ্বরিয়াকে নাকি মেলানো যায় না। এমনটাই দাবি গায়িকা সোনা মহাপাত্রের। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে নিয়ে কথা বলেন তিনি।

বিশ্বসুন্দরী হয়ে ওঠার আগেও ঐশ্বরিয়াকে চিনতেন সোনা। তিনি বলেছেন, ‘আমার সব মনে আছে। মুম্বাইতে তখন আমি পরীক্ষা দিতে এসেছিলাম। ঐশ্বরিয়া আমার চেয়ে বয়সে বড় ছিল। কী অপূর্ব দেখতে ছিল ওকে। কথাও বলত খুব ভাল। আর সবচেয়ে বড় ব্যাপার ও খুবই বুদ্ধিমতী ও স্বপ্রতিভ ছিল।’

কিন্তু বেশ কয়েক বছর পরে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার কথা শুনে অবাক হন সোনা। কোনও ভাবেই মেলাতে পারছিলেন না। তিনি বলেন, ‘আমার দেখা ঐশ্বরিয়া রাই তো ইনি নন। এত কূটনৈতিকতা ওর মধ্যে তো ছিল না। এত রেখে ঢেকে কথা বলত না। তার পর ভাবলাম সময়ের সঙ্গে হয়তো পরিবর্তন এসেছে। কিন্তু ও সত্যিই খুব বুদ্ধিমতী ছিল। এই জগৎ হয়তো অতটা বুদ্ধিমত্তা গ্রহণ করতে সক্ষম নয়। তাই নিজেকে পরিশীলিত করেছে ও। তাই এখন আগের থেকে মিতভাষী। আমি ভুলও হতে পারি।’

ঐশ্বরিয়া স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন। কিন্তু পরে সিদ্ধান্ত পাল্টে ফেলেন। শুরু করেন মডেলিং। ১৯৯৪ সালে তিনি বিশ্বসুন্দরীর খেতাব জিতেছিলেন। তার পরেই মণি রত্নমের তামিল ছবিতে অভিনয়ে অভিষেক। তার পরে আর পিছনে ফিরে তাকাননি তিনি।

Jamuna Electronics

Infostation
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম