Logo
Logo
×

বিনোদন

‘রোমিও অ্যান্ড জুলিয়েট’র সেই জুলিয়েট আর নেই

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম

‘রোমিও অ্যান্ড জুলিয়েট’র সেই জুলিয়েট আর নেই

‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমায় নায়ক লিওনার্ড হুইটিংয়ের সঙ্গে অলিভিয়া হাসি

উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করেছিলেন ফ্রাঙ্কো জেফিরেল্লি। ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত সে সিনেমায় জুলিয়েট চরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া হাসি। শুক্রবার (২৭ ডিসেম্বর) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই অভিনেত্রী।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়।

১৯৫১ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে অলিভিয়া হাসির জন্ম। সাত বছর বয়সে মা এবং ছোট ভাইয়ের সঙ্গে লন্ডনে পাড়ি জমান তিনি।

‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ছাড়াও ‘ব্ল্যাক ক্রিসমাস’ (১৯৭৪), ‘জেসাস এবং নাজারেথ’ (১৯৭৭),  ‘ডেথ অন দ্য নাইল’ (১৯৭৮)-এর মতো বেশকিছু জনপ্রিয় সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন তিনি।

তবে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমায় অভিনয় করেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন অলিভিয়া। এই সিনেমায় অভিনয় করে সেরা নবাগত অভিনেত্রীর গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেছিলেন তিনি।

২০১৫ সালে সবশেষ বড়পর্দায় দেখা যায় অলিভিয়াকে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম