
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পিএম
পরিচালক সমিতির নির্বাচন স্থগিত

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে না।
শুক্রবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনারসহ নির্বাচনে অংশ নেওয়া দুই প্যানেলের প্রার্থীরা এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন।
একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপাতত নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব প্রার্থী ও নির্বাচন কমিশনার মিলেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
এ নির্বাচনের তারিখ পরবর্তীতে জানানো হবে।
এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে একটির সভাপতি পদে রয়েছেন শাহীন সুমন ও মহাসচিব পদে শাহীন কবির টুটুল এবং অপর প্যানেলে রয়েছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফিউদ্দীন সাফি।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু।
প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) বলা হয় চলচ্চিত্রের আঁতুর ঘর। বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে এফডিসিতেই পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও পরিচালক সমিতির দ্বিবার্ষিক মেয়াদের এই নির্বাচন এফডিসিতেই করতে চান তারা। তাই সবকিছু স্বাভাবিক হলে এফডিসি প্রাঙ্গণেই নির্বাচন করতে চান পরিচালকরা।