২০২৪—এ বাবা-মা হওয়ার স্বাদ পেয়েছেন যে সব তারকা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পিএম
![২০২৪—এ বাবা-মা হওয়ার স্বাদ পেয়েছেন যে সব তারকা](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/27/1-(9)-676e6225c0c2d.jpg)
ছবি: সংগৃহীত
নতুন বছরকে বরণ করে নেওয়ার অপেক্ষায় গোটা বিশ্ব। তবে শেষ হতে চলা ২০২৪ বছরটাতে পূর্ণতা পেয়েছে বহু তারকার জীবন। অনেকে বিয়ে করে যেমন সংসারী হয়েছেন। তেমনি কারও বা ঘর আলো করে এসেছে নতুন সন্তান। ২০২৪ সালে যে সব সেলেব্রিটি বাবা-মা হওয়ার স্বাদ পেয়েছেন তাদের নিয়েই এই প্রতিবেদন-
উরওয়া ও ফারহান: পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী ফারহান সাইদ ও মডেল ও অভিনেত্রী উরওয়া হোকেন বিয়ের পর চলতি বছরের ৩ জানুয়ারি শিশু সন্তান জাহান আরা সাইদের জন্ম দেন।
বিক্রান্ত ও শীতল: বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি এবং তার স্ত্রী শীতল ঠাকুর গত ৭ ফেব্রুয়ারি তাদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানান।
বিরাট ও আনুশকা: ভারতের সময়ের সেরা তারকা জুটি বিরাট কোহলি-আনুশকা শর্মা দম্পতি। গত ১৫ ফেব্রুয়ারি তাদের ঘর আলো করে দ্বিতীয় সন্তানের জন্ম হয়। মেয়ের পর এবার ছেলে সন্তান এসেছে তাদের ঘর আলো করে।
হাসান ও সামিয়া: পাকিস্তানের তারকা ক্রিকেটার হাসান আলি এবং স্ত্রী সামিয়া গত ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন। কন্যা সন্তানের জন্মের বিষয়টি স্বাগত জানিয়ে ভক্তদের জানান তিনি।
জারা ও আসাদ: পাকিস্তানের অভিনেত্রী জারা নূর আব্বাস ও তার স্বামী আসাদ সিদ্দিকী গত ২৭ মার্চ কন্যা সন্তানের বাবা-মা হন।
রবার্ট প্যাটিনসন এবং সুকি ওয়াটারহাউস: হলিউড হার্টথ্রব রবার্ট প্যাটিনসন এবং তার বান্ধবী সুকি ওয়াটারহাউস গত মার্চে এক শিশুকন্যার জন্ম দিয়েছেন।
ইয়ামি গৌতম ও আদিত্য ধর: গত ১০ মে বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম এবং চলচ্চিত্র নির্মাতা আদিত্য ধর তাদের প্রথম সন্তান আগমনের ঘোষণা দেন।
বরুণ ও নাতাশা: বলিউড তারকা বরুণ ধাওয়ান ও তার স্ত্রী নাতাশা দালাল গত ৩ জুন কন্যা সন্তানের বাবা-মা হন।
রিচা ও আলী: অভিনেতা আলী ফজল এবং রিচা চাড্ডা গত ১৬ জুলাই কন্যা সন্তানকে পৃথিবীতে স্বাগত জানান।
সানাম জং ও কাসাম জাফরি: টিভি উপস্থাপক সানাম জং এবং তার স্বামী কাসাম জাফরি গত ২২ জুলাই তাদের দ্বিতীয় সন্তান কন্যার জন্ম দেন।
জাস্টিন এবং হেইলি: সুপারমডেল হেইলি বাল্ডউইন এবং গায়ক জাস্টিন বিবার ২৪ আগস্ট ছেলে জ্যাক ব্লুজের বাবা-মা হয়েছেন।
শাহীন আফ্রিদি ও আনশা: পাকিস্তানের ফাস্ট বোলার শাহীন আফ্রিদি এবং তার স্ত্রী, শহীদ আফ্রিদির মেয়ে আনশা গত ২৪ আগস্ট তাদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন।
দীপিকা ও রণবীর: বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন-রণবীর সিং গত ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন।
কার্ডি বি এবং অফসেট: আমেরিকান র্যাপার কার্ডি বি এবং প্রাক্তন স্বামী অফসেট গত ১২ সেপ্টেম্বর তাদের তৃতীয় সন্তান হিসেবে ছেলে শিশু জন্মদানের ঘোষণা দেন।
আর্সলান ও নিশা: অভিনেতা আরসালান ফয়সাল এবং তার স্ত্রী নিশা তাদের প্রথম পুত্র সন্তানকে গত ২৪ সেপ্টেম্বর স্বাগত জানান।
মার্গট রবি এবং টম অ্যাকারলে: অভিনেত্রী মার্গট রবি এবং তার স্বামী টম অ্যাকারলে ১৭ অক্টোবর তাদের প্রথম সন্তানকে স্বাগত জানান।
বখতাওয়ার ভুট্টো জারদারি ও স্বামী: প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির মেয়ে বখতাওয়ার ভুট্টো জারদারি ২০ অক্টোবর তৃতীয় সন্তানের জন্ম দেন।
রোহিত শর্মা ও রিতিকা: গত ১৫ নভেম্বর ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা এবং তার স্ত্রী রিতিকা সাজদেহ তাদের দ্বিতীয় সন্তান হিসেবে এক ছেলে শিশুর জন্ম দেন।
গ্যাল গ্যাডোট এবং জারন ভারসানো: হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডট এবং তার স্বামী, জারন ভারসানো, এই বছর তাদের চতুর্থ কন্যা অরিকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন।