Logo
Logo
×

বিনোদন

অপূর্বর মধ্যে শাহরুখকে খুঁজে পান ভারতীয় নির্মাতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম

অপূর্বর মধ্যে শাহরুখকে খুঁজে পান ভারতীয় নির্মাতা

জিয়াউল ফারুক অপূর্ব ও শাহরুখ খান/সংগৃহীত

দীর্ঘদিন ধরে ছোটপর্দায় দাপটের সঙ্গে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। কিন্তু বড়পর্দায় সেভাবে নিজের জায়গা গড়তে পারেননি তিনি। ২০১৪ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ নামের একটি সিনেমা অভিষেক হলেও সেভাবে সাড়া জাগাতে পারেননি। এরপর আর বড়পর্দায় দেখা মেলেনি তার।

এক দশক পর আবার সিনেমায় ফিরেছেন অপূর্ব। শুক্রবার (২০ ডিসেম্বর) ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে টালিউডে তার অভিষেক সিনেমা ‘চালচিত্র’।

এর আগে লুক পোস্টার প্রকাশ পেলে অপূর্বকে দেখে চমকে উঠেন ভক্তরা। যেখানে ‘বড় ছেলে’কে তুলে ধরা হয়েছে অন্যরকম আবহে।

সিনেমাটির পরিচালক প্রতিম ডি গুপ্ত ভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন, বলিউড তারকা শাহরুখ খানের কিছু গুণ অপূর্বর মধ্যে খুঁজে পেয়েছেন, যা তাঁকে মুগ্ধ করেছে।

প্রতিম বলেন, ‘আমি তাকে অতি নাটকীয়ভাবেই ব্যবহার করতে চেয়েছি। তার নাটক আমি দেখেছি। অপূর্বর মধ্যে শাহরুখ খানের মতো একটা চার্ম আছে। সেটাকে ধরার চেষ্টা করেছি।’

প্রসঙ্গত, গত অক্টোবরে প্রকাশিত এই সিনেমার মাত্র ৪০ সেকেন্ডের টিজারে টানটান রহস্যের আভাস পাওয়া গিয়েছিল। এতে অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম