
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৯:৪২ এএম
‘সেই ছবি ভাইরাল হওয়ার পর প্রতিদিন কাঁদতাম’

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ পিএম

আরও পড়ুন
বলিউডে বেশ জনপ্রিয় পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান। ‘রইস’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পান মাহিরা।
সম্প্রতি অভিনেত্রী তার পেশাগত চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন। বিশেষ করে রণবীরের সঙ্গে তার একটি ভাইরাল ছবি নিয়েও কথা বলেছেন। কথা বলেছেন হিন্দি সিনেমায় কাজ করার নিষেধাজ্ঞা নিয়েও।
মাহিরা এক সাক্ষাৎকারে রণবীরের সঙ্গে ভাইরাল হওয়া ছবি নিয়ে মুখ খোলেন। অভিনেত্রী বলেন, ‘যখন ভাইরাল ছবিটি দেখি তখন মনে হয়েছিল- ক্যারিয়ার শেষ।’
মাহিরা আরও বলেন, যখন ছবিগুলো ভাইরাল হয়, তখন বিবিসিতে ‘দ্য লিটল হোয়াইট ড্রেস’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। আমি তখন সেই লেখার গুরুত্ব বুঝতে পারিনি। বরং আমি ভেবেছিলাম, আমার ক্যারিয়ার কি শেষ হয়ে গেল?
অভিনেত্রী আরও বলেন, সেই খবরে লেখা ছিল- এই মেয়ে এমন এক সাফল্য অর্জন করেছে, যা পাকিস্তানে কেউ পায়নি। সব ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও সাফল্য, আর এখন সব শেষ। তার কী হবে? আমি তখন ভেবেছিলাম, বিপদ!
মাহিরা আরও বলেন, তখন আমি নিজেকে বলেছিলাম, তুমি কি পাগল? এটা শেষ হয়ে যাবে। সেই সময়টা আমার জন্য খুব কঠিন ছিল। আমি বিছানা থেকে উঠতাম না, প্রতিদিন কাঁদতাম। এটা আমার পেশাগত ও ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছিল। ব্যক্তিগত জীবনে অনেক কিছু ঘটে গিয়েছিল তখন।
রণবীর কাপুরের সঙ্গে মাহিরার প্রেমের গুজব ছড়িয়ে পড়ে নিউইয়র্কের রাস্তায় তাদের একসঙ্গে ধূমপানের ছবি ভাইরাল হওয়ার পর থেকে। সেই ছবি ভাইরাল হওয়ায় তাদের সম্পর্ক ফিকে হয়ে যায়।
মাহিরা বলেন, আমি ব্যক্তিগতভাবে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার সন্তান ও আমার জন্য যা ঠিক ছিল সেটা করেছি। পেশাগত দিক থেকে আমি চুপ ছিলাম, কারণ তখন কিছু বলার পরিস্থিতিতে ছিলাম না। তবে সব ব্র্যান্ড আমাকে সমর্থন করেছিল এবং বলেছিল, ‘আমরা তোমার সঙ্গে আছি।’
মাহিরা খান গত বছর সালিম করিমকে বিয়ে করেন। এর আগে ২০১৫ সালে আলি আসকারির সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। তাদের ১৩ বছরের একমাত্র সন্তান আজলান রয়েছে।